রোজিনার পরিচালনায় শুরু হচ্ছে নিরবের শুটিং
নিরব হোসেন
একে পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন। বোঝাই যাচ্ছে চলতি বছরটা বেশ ব্যস্ততায় কাটবেন তিনি। এরমধ্যে ২ মার্চ (মঙ্গলবার) শুরু হচ্ছে তার ‘ফিরে দেখা’র শুটিং।
এই সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে অভিনেত্রী রোজিনার। এতে নিরবের বিপরীতে থাকবেন অর্চিতা স্পর্শিয়া। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন রোজিনা। তার স্বামীর চরিত্রে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে।
বিজ্ঞাপন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামে শুরু হবে সিনেমাটির শুটিং। সংশ্লিষ্ট সবাই এরইমধ্যে স্পটে পৌঁছেছেন। অপেক্ষা এখন ‘লাইট-ক্যামেরা অ্যাকশন’ বলার।
নিরব এ প্রসঙ্গে বলেন, ‘কয়েকদিন একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলাম। সেটির কাজ আপাতত শেষ। এরপর রোজিনা আপার শুটিংয়ে অংশ নেব। সেটির কাজ টানা শেষ করেই হয়তো ঢাকায় ফিরব।’
বিজ্ঞাপন
রোজিনার পরিচালনায় অভিনয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘রোজিনা আপা একজন গুণী অভিনেত্রী। তিনি বাংলাদেশের সিনেমার পথিকৃৎ। তার পরিচালনায় আসা আমাদের জন্য সুখবর। তার সঙ্গে কাজ করতে পারা আমার ক্যারিয়ারের অন্যতম সুযোগ। আমি কৃতজ্ঞ যে আমার ওপর তিনি আস্থা রেখেছেন।’
সম্মুখ যুদ্ধ ছাড়াও ১৯৭১-এ ঘরে ঘরে যুদ্ধ চলছিল। প্রতিটি পরিবার সংগ্রামের মধ্য দিয়ে গেছে সেই সময়। রাজবাড়ির গোয়ালন্দতে রোজিনার বাড়ি। ছোটবেলায় যুদ্ধের সময় দেখেছেন মিলিটারিদের হাত থেকে বাঁচার জন্য কীভাবে নিজেদের লুকিয়ে রাখত পরিবারগুলো। নিজেরে দেখা সেই প্লট নিয়ে সিনেমাটি করছেন তিনি।
এমআরএম/আরআইজে