কলকাতার তরুণ নির্মাতাদের সিনেমার পাঠ দেবেন দিদার
গত ২৩ সেপ্টেম্বর মুক্তি পায় মাহমুদ দিদার পরিচালিত প্রথম সিনেমা ‘বিউটি সার্কাস’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির জন্য এরইমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছেন তরুণ এ নির্মাতা।
এবার কলকাতার তরুণ নির্মাতাদের সিনেমার পাঠ দেবেন দিদার। কলকাতায় চলচ্চিত্র বিষয়ক একটি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অনলাইনে এই পাঠ দেবেন তিনি।
বিজ্ঞাপন
দিদার জানান, কলকাতার বিখ্যাত ফিউচার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এর ফিল্ম ক্লাব এস্ত্রেলা প্রোডাকশন এর সিনেমা নির্মাণ বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই কর্মশালা।
কলকাতায় যাওয়ার কথা থাকলে ভিসা জটিলতায় সেখানে যেতে পারছেন না তিনি। ফলে অনলাইনেই প্রশিক্ষণটি দেবেন।
বিজ্ঞাপন
কলকাতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া চলচ্চিত্র প্রেমিদের ক্লাব ‘এস্ত্রেলা প্রোডাকশন’। বাংলাদেশের সঙ্গে এটি তাদের দ্বিতীয় কোলাবোরেশান।
কলকাতার এই ক্লাবটির সদস্য অরুনীত দত্ত জানান, “ইতোমধ্যে বাংলাদেশসহ দেশ-বিদেশে সাড়া ফেলেছে মাহমুদ দিদার পরিচালিত সিনেমা ‘বিউটি সার্কাস’। এই সাড়া আমাদের এপারে এসেও লেগেছে। তার মতো একজন নির্মাতাকে পেয়ে আমরা আপ্লুত। আশা করি তার কাছ থেকে পাওয়া পরামর্শ এবং নির্দেশনা আমাদের ভালো নির্মাতা হয়ে ওঠার পেছনে ভূমিকা রাখবে।’
উল্লেখ্য, সার্কাসকে কেন্দ্র করে এক সাহসী নারীর লড়াইয়ের গল্প নিয়ে ‘বিউটি সার্কাস’ নির্মাণ করেন মাহমুদ দিদার। চলচ্চিত্রটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশের বড় পর্দায় হাজির হন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এতে আরও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।
আরআইজে