নতুন গান নিয়ে আসছেন ‘সেরাকণ্ঠ’ খ্যাত সংগীতশিল্পী ইমরান খন্দকার। তার এবারের গানের শিরোনাম ‘অচিনপুর’। ‘জলে বাজে তোমার নূপুর/ হাওয়ায় কথার সুর/ তোমায় খুঁজে খুঁজে আমি/ যাচ্ছি অচিনপুর’-এমন কথায় গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সংগীতায়োজন করেছেন শোভন রায়। 

গানটির ভিডিওতে মডেল হয়েছেন গায়ক ইমরান খন্দকার নিজেই। নির্মিত হয়েছে প্রোটিউনের ব্যানারে।  

আধুনিক ঘরানার নতুন এই গান সম্পর্কে গায়ক ইমরান খন্দকার বলেন, ‘আমি নিয়মিত মৌলিক গান প্রকাশ করে যাচ্ছি। আগের গানগুলো থেকে এটি একটু আলাদা। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ইউটিউবে ‘স্টুডিও প্রোটিউনবিডি’ চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হবে।

এছাড়াও গানটি শ্রোতারা শুনতে পারবেন জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্পটিফাই, ডিজার, বিলিভ মিউজিক, আমাজন প্রাইম মিউজিক প্রভৃতি ডিজিটাল প্লাটফর্মে।

আরআইজে