ঢাবির মঞ্চ মাতাচ্ছে ‘মহুয়া’ সুন্দরী
মৈমনসিংহ গীতিকা অবলম্বনে ‘মহুয়া’ মৈমনসিংহ পালার মঞ্চায়ন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। শুক্রবার (২৮ অক্টোবর) থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় চলবে এই প্রদর্শনী।
দ্বিজ কানাই রচিত ‘মহুয়া’ নির্দেশনা দিয়েছেন ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ও প্রথিতযশা মঞ্চ, টিভি ও চলচিত্র অভিনেতা রহমত আলী। এতে অভিনয় করছেন স্নাতক দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
নির্দেশক জানান, ‘মহুয়া’ পালা প্রযোজনাটি গীত-নৃত্য-বাদ্য সহযোগে আমাদের দেশজ পরিবেশনা শৈলী অনুসৃত এক নব্য সৃষ্টিকর্ম। দীনেশচন্দ্র সেন সম্পাদিত মৈমনসিংহ গীতিকার একটি উল্লেখযোগ্য পালা এটি।
তিনি বলেন, “নির্দেশক হিসেবে গীতিনাট্য আমাকে সর্বদা প্রবলভাবে আকর্ষণ করে। পালাটির সংগ্রাহক চন্দ্রকুমার দে, পূর্ণচন্দ্র ভট্টাচার্য এবং ক্ষিতীশচন্দ্র মৌলিক। রচয়িতা হিসেবে দ্বিজকানাইয়ের নাম পাওয়া যায়। আর রসের দিক থেকে এটি রোমান্টিক-ট্র্যাজেডি ঘরানার। এই কাব্যে কবি চিন্তা, ইতিবৃত্ত, চরিত্র, গীত সৃষ্টিতে অসম্প্রদায়িক মনস্তত্ত্ব ধারণ করেছেন।’
বিজ্ঞাপন
এতে অভিনয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চ নাটকের তরুণ মেধাবী অভিনেতা হাবিবুর রহমান কাঞ্চনসহ, অনন্যা দে, বর্ণালী ঘোষ বর্ণ, ফৌজিয়া আফরিন তিলু, জাহেদ আল ফুয়াদ, মারিয়া সুলতানা, মো. ফরহাদ হোসেন ফাহিম,মো. মেজবাহুল ইসলাম জিম, মুনিরা মাহজাবিন, মুসাব্বির হুসাইন রিফাত, নীহারিকা নীরা, শান্তা আক্তার, শেখ রাহাতুল ইসলাম, শেখ মুমতারিণ অথৈ, তাহসিন নুর মিত্রিতা, টুম্পা রানী দাস ও উম্মে হানী।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় ঢাবি নাটমণ্ডল হচ্ছে ‘মহুয়া’র শো। দর্শকের জন্য এটি উন্মুক্ত কাটতে হবে টিকিট।
আরআইজে