‘নজরুল সংগীত আদি সুরে’ চ্যানেলে নজরুল সংগীত শিল্পী এবং শিক্ষক শেলু বড়ুয়া ১০০ গান প্রকাশিত হয়েছে। দেশে এবং বিদেশে বর্তমানে চ্যানেলটির মাধ্যমে শিক্ষার্থীরা শুদ্ধ সুর এবং বাণীতে নজরুল সংগীত শিখছেন।

শত বছর পরেও শিক্ষার্থীরা যেন নজরুল সংগীত শিখতে পারেন সে লক্ষ্যেই শেলু বড়ুয়া তার এই চ্যানেল ‘নজরুল সংগীত আদি সুরে’র যাত্রা শুরু করেন। 

সরকারি সংগীত কলেজের নজরুল সংগীতের প্রাক্তন শিক্ষক শেলু বড়ুয়া তার শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চ্যানেলের প্রত্যেকটি গান ইলাসষ্ট্রেশনসহ টিউটোরিয়াল আদলে উপস্থাপনা করেছেন। গানের শুরুতেই গানটি মূল শিল্পীর নামসহ গানের বর্ণনা এবং পরে কোথায় কিভাবে অলংকারগুলো গাইতে হবে তা তিনি বর্ণনা করেছেন।

বিশেষ করে যেসব শিক্ষার্থী বিদেশে অবস্থান করছেন এবং যারা সরাসরি নজরুল সংগীত শিক্ষক হাতের কাছে পাননা তারা এই চ্যানেলের মাধ্যমে গান শোনা এবং শেখার বিশেষ সুযোগ লাভ করে উপকৃত হচ্ছেন। এছাড়া প্রত্যেকটি গান শেলু বড়ুয়া সহজ ভাবে শেখানোর চেষ্টা করেছেন। 

নজরুল সংগীত রাগ ভিত্তিক এবং সেমি ক্লাসিক্যাল হওয়ার কারণে অনেকে নজরুল সংগীত পরিবেশন করা কঠিন বলে মনে করেন। তাদের জন্য শেলু বড়ুয়ার শেখানোর পদ্ধতি উপকারে আসবে। 

১৯৭৪ সালে শেলু বড়ুয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সরাসরি সামনে বসে যে গানটি শুনিয়েছিলেন ‘যারে হাত দিয়ে মালা দিতে পার নাই’ সেই গান দিয়ে শেলু বড়ুয়া তার চ্যানেলের ১০০ গান পূর্ণ করেন। 

বর্তমানে ১০০টির বেশি গান পূর্ণ হলেও শেলু বড়ুয়ার “নজরুল সঙ্গীত আদি সুরে” চ্যানেলে আগামিতে নূন্যতম ২০০টির বেশি গান প্রকাশ করা হবে।

এএ/কেএইচটি