ব্যাচ-২০০১ শিক্ষার্থীদের জন্য গাইবেন জেমস
করোনাকাল পেরিয়ে আবারও স্টেজে নিয়মিত হয়ে উঠছেন উপমহাদেশের জনপ্রিয় রক তারকা জেমস। এরইমধ্যে একাধিক আয়োজনে শোনা গেছে তার কণ্ঠ। সর্বশেষ গত ৯ মার্চ তিনি মাতান রাজধানীর উত্তরা ক্লাব মঞ্চ।
তার ঠিক তিন দিন পর আগামীকাল ১২ মার্চ (শুক্রবার) আবারও মিলছে জেমসের গান শোনার সুযোগ। এদিন রাজধানীর মিরপুর-১৪ নম্বর পিএসসি কনভেনশন হলে ২০০১ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের সংগঠন ‘ক্লাসরুম’-এর আয়োজনে গাইবেন এই কিংবদন্তি শিল্পী। এমনটাই নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।
বিজ্ঞাপন
‘ক্লাসরুম’ এসএসসি-২০০১ ব্যাচের আয়োজকরা জানান, প্রিয় নগরবাউল জেমসের গান শুনেই তাদের বেড়ে ওঠা। এবার সবাই মিলে নেচে গেয়ে সময়টাকে উপভোগ্য করে তুলতে চান।
বিজ্ঞাপন
তারা আরও জানান, মূল অনুষ্ঠান শুরু হবে এদিন বেলা ১২টায়। তবে জেমস মঞ্চে উঠবেন সন্ধ্যা ৭টার দিকে। জেমস ছাড়াও এই উৎসবে থাকছে ডিজে রাহাত, বাপ কা বেটা শুভাশিষ-ঋতুরাজসহ ব্যাচের কণ্ঠশিল্পীদের পরিবেশনা।
আরআইজে