থিয়েটারকর্মীদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমা
দ্য বিলিফ
কোন বিশেষ গুণের কারণে একজন অভিনেতা তার স্বীয় সত্ত্বা বিলীন করে নতুন একটি সত্ত্বায় আবির্ভূত হতে পারেন, সে বিষয়টির সন্ধানে নেমেছেন এক ঝাঁক তরুণ থিয়েটারকর্মী। এমনই অনুসন্ধানমূলক কাজের ওপর নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য বিলিফ’।
সম্প্রতি রুশদা স্টুডিওতে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এটি রচনা ও পরিচালনা করেছেন অভিনেতা টুটুল চৌধুরী। তিনি জানান, থিয়েটার ওয়ার্কশপে অভিনয় প্রশিক্ষণ কাজে প্রদর্শিত হতে পারে সিনেমাটি।
বিজ্ঞাপন
পরিচালক টুটুল চৌধুরী ছাড়াও স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করছেন- মোস্তাফিজ, ফাহামিদা, বৈদ্যনাথ ও সায়াহ্নিকা থিয়েটারে এক ঝাঁক থিয়েটারকর্মী।
টুটুলের অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মালা ভাবি’ ২০১৯ সালে রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য হিসেবে নির্বাচিত হয়। একই সঙ্গে টুটুল চৌধুরী পান শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কৃত।
বিজ্ঞাপন
এম এম থিয়েটার প্রযোজিত ‘দ্য বিলিফ’ দেশে-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেবে বলেও জানান নির্মাতা।
আরআইজে