গভীর রাতে ভক্তের সঙ্গে দেখা করলেন শাহরুখ!
মুম্বাই হোক কিংবা সৌদি আরব, সবখানেই শাহরুখের জাদু যেন অন্যরকম। আট থেকে আশি সবাই তার ম্যাজিকে মশগুল। এত খ্যাতির পরেও তারকা সুলভ অহঙ্কার ছুঁতে পারেনি শাহরুখকে। তাই তো রাত ২টার সময় ভক্তের সঙ্গে দেখা করলেন বলিউড বাদশাহ।
জ্যোতিন গুপ্তা নামে জনৈক এক ব্যক্তি শাহরুখের অন্ধ ভক্ত। তিনি চেয়েছিলেন শাহরুখের সঙ্গে দেখা করতে। বাদশাহ রাত ২টা সময় হোটেলে দেখা করেন তার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ারও করেন জ্যোতিন।
বিজ্ঞাপন
শাহরুখকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, 'রাত ২টার সময় হোটেলে ডাকলেন। আসার পর কথা বললাম। কোনো সুপারস্টার অনুরাগীর জন্য এই কাজ করেন না। আপনাকে এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। কিন্তু আমি আপনাকে ভালবাসি।'
আপাতত ‘পাঠান’ জ্বরে কাবু শাহরুখ ভক্তরা। ছবির আড়াই মিনিটের ট্রেলারে ঝড় তুলে দিয়েছেন কিং খান। অ্যাকশনে জমজমাট মিনিট আড়াইয়ের ট্রেলার কার্যতই ঝড় তুলে দিয়েছে। ভক্তদের মতে, এই ট্রেলারে শাহরুখ বুঝিয়ে দিলেন তিনি এখনও ‘বলিউডের বাদশা’।
বিজ্ঞাপন
সূত্র : সংবাদ প্রতিদিন
জেডএস