১৬ পেরিয়ে ১৭ বছরে পা দিচ্ছে ব্যান্ড নকশীকাঁথা। ২০০৭ সালের ২৫ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ব্যান্ডটি।

নকশীকাঁথার প্রতিষ্ঠাতা ও গায়ক সাজেদ ফাতেমী বলেন, ‘ব্যান্ড প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল দেশের সামাজিক সংকটগুলো গানের মধ্য দিয়ে তুলে আনা। সেই গানের ভিত্তি হবে লোকজ সুর ও টান। ২০১০ সালে এসে সেই উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগান। তখন থেকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেছে নকশীকাঁথা।’

তিনি আরও যোগ করেন, প্রতিষ্ঠার শুরু থেকে একনিষ্ঠভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের নাম না জানা সাধকদের গান সংগ্রহ ও তাদের সান্নিধ্যে এসে নিজেদের সমৃদ্ধ করে চলেছে নকশীকাঁথা। এর মধ্য দিয়ে তারা বাঙালি ও বাংলাদেশের মানুষের সঙ্গে লোকগানের অবিচ্ছেদ্য সম্পর্কের রূপটি তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

ব্যান্ডটি দুটি অ্যালবামসহ এ পর্যন্ত ৭০টি গান প্রকাশ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ জানুয়ারি নিজেদের ইউটিউব চ্যানেল থেকে তারা প্রকাশ করবে ৭১তম গান।

নকশীকাঁথার লাইন আপ-সাজেদ ফাতেমী (গায়ক ও পার্কাশন বাদক), জে আর সুমন (লিড গিটার, রাবাব ও ম্যান্ডোলিন), বুলবুল (কাহন, ঢোল ও তবলা), রোমেল (কি-বোর্ড ও মেলোডিকা) এবং ফয়সাল (বেজ গিটার)।