মাহদির প্রথম গানেই ১০ কোটি ভিউয়ার!
মাহদি সুলতান, জিসান খান শুভ ও অয়ন চাকলাদার
প্রথম গান দিয়েই সংগীতাঙ্গনে আলোড়ন তুলেছিলেন তরুণ গায়ক মাহদি সুলতান। ২০১৮ সালের ১৩ জুলাই প্রকাশিত হয় তার সেই গান ‘তোর মন পাড়ায়’। গানটি শ্রোতারা এতই পছন্দ করেছেন যে সম্প্রতি এটি ১০ কোটি ভিউয়ারের মাইলফলক স্পর্শ করেছে।
অভিষেক গান দিয়েই ইউটিউবে এতটা সাড়া পাওয়ার রেকর্ড বাংলাদেশের কোনো সংগীতশিল্পীর এটিই প্রথম। তাও ১০ কোটি ভিউয়ার! আরমান আলিফের ‘অপরাধী’ ও ‘নেশা’র পর ইউটিউবে বাংলাদেশি কোনো শিল্পীর তৃতীয় সর্বোচ্চ ভিউয়ারপ্রাপ্ত গান এটি। গানটিতে লাইকের সংখ্যা ৫ লাখ ৩০ হাজারেরও বেশি।মন্তব্য ২৯ হাজারের ওপরে।
বিজ্ঞাপন
জিসান খান শুভর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। ভিডিও নির্মাতা সাইফুল ইসলাম রোমান। ভিডিওতে মডেল হন রাসেল ও শাকিলা। প্রকাশ করে পাম্মি মাল্টিমিডিয়া।
এ প্রসঙ্গে মাহদি সুলতান বলেন, ‘আমার প্রথম গানটিই ১০০ মিলিয়ন ভিউয়ারের মাইলফলক ছুঁয়েছে। বিষয়টি আমার জন্য কতটা আনন্দের বলে বোঝাতে পারব না। কৃতজ্ঞতা জানাই আমার সকল দর্শক-শ্রোতাদেরকে যারা গানটিকে ভালোবেসেছেন, বারবার শুনেছেন।’
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, ‘এই গানটি আমার জন্য একটা ইতিহাস। এই গান দিয়েই প্রথম কোনো স্টুডিওর সামনে দাঁড়াই। গানটির অনেকগুলো রেকর্ড আছে যা অনেকেরই অজানা। শূন্য সাবস্ক্রাইবারের একটি চ্যানেলের প্রথম কন্টেন্ট ছিল এটি।’
আরআইজে