৭ কোটি টাকা নিয়ে বিজেপিতে তারকারা, বললেন শ্রীলেখা
টলিউড তারকারা একে একে যোগ দিচ্ছেন রাজনীতিতে। তৃণমূল ও বিজেপিতে এখন বিভক্ত তারা। আর এ নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন বিস্ফোরণ মন্তব্য করছেন শ্রীলেখা মিত্র।
সামাজিক মাধ্যমে সবসময় সরব শ্রীলেখা মিত্র। ভারতে আসন্ন নির্বাচনে তারকাদের যোগ দেওয়ায় তাদের তীর্যক শব্দে কয়েকবার আক্রমণ করেছেন তিনি। এবার নির্দিষ্ট কোনও ব্যক্তিকে নিয়ে নয়, সরাসরি বিজেপিতে যোগ দেওয়া সব তারকাকে কটাক্ষ করলেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
সম্প্রতি শ্রীলেখা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সবাইকে জনাচ্ছি, বিজেপি তাদের দলে যোগ দেওয়ার জন্য তারকাদের ৭ কোটি টাকা দিয়েছে।’ এমন সরাসরি মন্তব্য নিয়ে বেশ শোরগোল তৈরি হয়েছে নেট দুনিয়ায়।
শ্রীলেখার পোস্টে মন্তব্য করেছেন বিজেপির সমর্থক ও অভিনেত্রী রিমঝিম মিত্র। তিনি লেখেন, ‘নাম ও প্রমাণ অবশ্যই বলো, নয়তো আইনি পথে যাবে পার্টি!’
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমে ‘এই সময়’কে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা জানিয়েছেন, প্রত্যক্ষভাবে কোনও রাজনীতির সঙ্গেই তিনি যুক্ত নন। সেভাবে কোনও অনুষ্ঠানেও যান না তিনি।
শ্রীলেখা বলেন, ‘সমস্ত গ্ল্যামার ইন্ডাস্ট্রি তো দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। সিপিআইএম-এর তো কোনও গ্ল্যামার নেই। আমিই একটু গ্ল্যামার বাড়াই। তবে তো শুধুই গ্ল্যামার নয়, আমার একটু বুদ্ধি-বিবেচনা, নীতি-বোধ, একটা আদর্শ রয়েছে। এই আদর্শ নিয়ে এতকাল বেঁচেছি এবং আগামীতেও বাঁচব।’
তিনি আরও বলেন, ‘আমি আমার জীবনটা দিয়ে প্রমাণ করতে চাই যে, সবাই বিক্রি হয় না ৷ কারা মানুষের জন্য কাজ করার জন্য রাজনীতিতে এসেছেন আর কারা নিজেরটা গোছাতে এসেছেন, তা মানুষ তো জানেন। ইন্ডাস্ট্রি থেকে আমিই এদের সমর্থক হয়েছি। যারা সমর্থন করবে ভেবেছিলাম, তারা শেষমূহূর্তে পাল্টি খেয়েছে। আমার মনে প্রাণে লাল দুর্গ। তাই এই সময়ে এদের পাশে থাকা দরকার৷ না হলে মানুষ হতাশ হয়ে পড়ছে।’
এমআরএম