শুভ ও ঐশীর কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে সম্প্রতি প্রকাশিত হলো ‘জয় বাংলার প্রেম’ শিরোনামে একটি রক ধাঁচের গান। এটি লিখেছেন মহসীন মেহেদী। সুর ও সংগীতায়োজন করেছেন ‘ভাইকিংস’ ব্যান্ডের লিড গিটারিস্ট সেতু চৌধুরী। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী ঐশী ও ডি রকস্টার খ্যাত গায়ক শুভ।
গানটি প্রসঙ্গে শুভ বলেন, ‘যখনই গানটির প্রস্তাব পাই, দ্বিতীয় কোনও চিন্তা না করে রাজি হয়ে যাই। এর প্রধান কারণ, আমাদের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু। তাকে নিয়ে এমন শক্তিশালী গানের কথা আর সেতু ভাইয়ের চমৎকার সংগীতায়োজন কিছুতেই মিস করতে চাইনি।'
বিজ্ঞাপন
অন্যদিকে ঐশী বলেন, ‘গানটা গাওয়াটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কিন্তু আমি তা উপভোগ করেছি পুরো রেকর্ডিং সেশন। হাসিমুখেই পুরো কষ্ট মেনে নিয়েছি শেষ পর্যন্ত গানটিকে ঠিকঠাক গাইতে।’
গীতিকার মহসীন বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গানটির মাধ্যমে জানাই বিনম্র শ্রদ্ধা। তার জন্মশতবার্ষিকী উদযাপনের সময় গানটি করতে পেরে আমি বেশ আনন্দিত!’
বিজ্ঞাপন
সেতু চৌধুরী করোনাকালীন দীর্ঘ বিরতির পর এই গানে সুর ও সংগীতায়োজনের মাধ্যমে যেন আবারও ফিরে এলেন নিজের একান্ত সংগীতের ভুবনে। ১৭ (বুধবার) মার্চ অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।
এমআরএম