কুমার বিশ্বজিৎ-সমরজিতের ভায়োলিনের শহর
কুমার বিশ্বজিৎ ও সমরজিৎ রায়
কিছুদিন আগেই কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লার সুরে ‘কিছু কিছু রাত’ শিরোনামে একটি গান গেয়ে প্রশংসা কুড়ান বাংলাদেশের এই প্রজন্মের গুণী সঙ্গীতশিল্পী সমরজিৎ রায়। এবার তিনি গাইলেন আরেক কিংবদন্তি সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের সুরে।
‘ভায়োলিনের শহর’ শিরোনামের গানটির কথা লিখেছেন মিজানুর রহমান সামি। সংগীতায়োজন করেছেন কলকাতার রকেট মন্ডল ও শিল্পী সমরজিৎ রায় নিজেই। মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু। শনিবার (২০ মার্চ) সমরজিৎ রায়য়ের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
গানটি প্রঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘এ প্রজন্মের যারা শাস্ত্রীয়সংগীতের ওপর দখল রেখে, সংগীত সম্পর্কে জেনে কাজ করছে তাদের মধ্যে সমরজিৎ অন্যতম। ওর জন্য এমন একটি গান করেছি যার মধ্যে মিষ্টতা আছে, আবার শাস্ত্রীয় ব্যাপারটাও বজায় আছে। গানটিতে আমার সুরের যথার্থ প্রয়োগ এবং সুবিচার করে গেয়েছে সে।’
সমরজিৎ রায় বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে দাদার সুরে গান গাইতে পেরেছি। তিনি অনেক যত্ন নিয়ে আমার কণ্ঠকে মাথায় রেখেই সুরটি করেছেন। গানটি গাইতে পেরে আমি অনেক তৃপ্ত। গানের কথাগুলোও চমৎকার। আশা করি সবার ভালো লাগবে।’
বিজ্ঞাপন
এর আগে কুমার বিশ্বজিতের সুরে ‘ঠিকানা বাংলাদেশ’ শিরোনামের একটি গান গেয়েছিলেন সমরজিৎ।
আরআইজে