মিলা ইসলাম

ছিনতাইকারীর কবলে পড়লেন জনপ্রিয় রক গায়িকা মিলা ইসলাম। জীবনে প্রথম এমন ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন তিনি। গায়িকা নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে খবরটি জানিয়েছেন।

মিলা জানান, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামের সামনে জ্যামে আটকে ছিলেন তিনি। এ সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন। তবে ছিনতাইকারী মোবাইল নিয়ে গেলেও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন ‘রূপবান’ গায়িকা।

মিলা ইসলাম

মিলা তার পোস্টে লেখেন, ‘লাইফ-এ প্রথম ছিনতাইকারীর কবলে পড়লাম! আর্মি স্টেডিয়ামের সামনে থেমে থাকা জ্যাম!! ড্রাইভ করছিলাম, অল্প গ্লাস নামানো ছিল। হঠাৎ আমার হাতে ব্লেড দিয়ে আঘাত করে, ছোবল দিয়ে আমার হাতে থাকা মোবাইলটা নিয়ে দৌড়ে রাস্তার অপরদিকে পালিয়ে গেল! মন থেকে যাচ্ছে না ঘটনাটি।’

পোস্টের নিচে এক ভক্ত তার কাছে জানতে চান আহত হয়েছেন কি না? মিলা তার জবাবে জানিয়েছেন, ‘আমি ঠিক আছি।।কব্জি ফুলে গিয়েছে, কিন্তু ঠিক হয়ে আসবে আগামীকালের মধ্যে ইনশাল্লাহ!’

এ ঘটনায় অনেকেই মিলার জন্য দুঃখ প্রকাশ করেছেন। গত ২৩ ডিসেম্বর প্রকাশ পায় মিলার সর্বশেষ গান-ভিডিও ‘আইস্যালা’। পরে ডিজে আকসকে নিয়ে গানটির একটি ডিজে ভার্সনও প্রকাশ করেন তিনি।

আরআইজে/এমএমজে