পয়লা বৈশাখ উপলক্ষ্যে নতুন গানচিত্র নিয়ে হাজির হলেন শ্রোতাপ্রিয় নজরুল সংগীতশিল্পী রত্না দাস। বুধবার (১২ এপ্রিল) ইউটিউবে শিল্পীর নিজের চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে। নতুন এই গান নিয়ে নিজের ভাবনার কথা জানালেন তিনি।

‘বধূঁ আমি ছিনু বুঝি’ শিরোনামে গানটির সংগীতায়োজন করেছেন নাসির উদ্দিন। তান, তাহা স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে গানটি। ভিডিও ও সার্বিক পরিকল্পনায় স্টুডিও বাংলা ঢোল।

নতুন এই গানচিত্র প্রসঙ্গে রত্না দাস জানান, নজরুল গানের মূল ঠিক রেখে নতুন আঙ্গিকে গানটির উপস্থাপনা করতে চেয়েছেন তিনি। তার মতে, নতুন শ্রোতাদের কাছে নজরুলকে আধুনিকভাবেই উপস্থাপন করা উচিত। কেননা, নজরুল সব সময়েই সর্বাধুনিক।

শিল্পীর কথায়, ‘নজরুল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের। তার গানও একটি সর্বজনীন সত্তা। নজরুলের এই গানটি করার সময় বর্তমান সময়টাকেই ভাবনায় নিয়েছি। অবশ্য আমার মানসপটে বরাবরই নজরুলের বাস।’

গান মুক্তির উপলক্ষ্য হিসেবে কেন বৈশাখকে বেছে নেওয়া হলো? এই প্রশ্নের জবাবে রত্না দাস বলেন, ‘বৈশাখ যেমন আমাদের বাংলাভাষা ভাষীদের জন্য একটি সর্বজনীন উৎসব তেমনি নজরুলও আমাদের সকলের। তার গান, কবিতা ও কর্মে বরাবরই সম্প্রীতির সৌহার্দ পরিলক্ষিত হয়। এই ভাবনা থেকেই বৈশাখকে বেছে নেওয়া।’

গানটি শোনার সময় অবশ্যই এর কথাগুলো মাথায় নিতে হবে। নইলে এটির নির্মাণ ভাবনা অসম্পূর্ণ থেকে যাবে বলেও মত দেন এই শিল্পী। আগামী দিনে নজরুলকে নিয়ে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন রত্না দাস।

কেএইচটি