২৩ এপ্রিল স্বস্তিকা দত্তের জন্মদিন। তবে জন্মদিনে অভিনেত্রীর প্রসঙ্গে খুব বেশি কথা বলতে নারাজ গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। বিশেষ দিনটা মা-বাবার সঙ্গেই উদযাপন করেন অভিনেত্রী। শুধু তাই নয় এই বিশেষ দিনে শোভনকেও ‘মিস’ করার কথা জানিয়েছেন তিনি। আর শোভন, তিনিও কি মিস করছেন স্বস্তিকাকে?

এ বিষয়ে শোভনের বলেন, আমি কেন কাউকে বলতে যাব যে ওকে মিস করছি কি করছি না! 

এর আগের বছরেও নায়িকার জন্মদিনে গায়কের পক্ষ থেকে এসেছিল শুভেচ্ছা। বছর ঘুরেছে। পাল্টে গিয়েছে সমীকরণ। এখন তারা শুধুই ভালো বন্ধু, এমনটাই বলেছেন স্বস্তিকা। কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্ক যাদের, এত তাড়াতাড়ি কি সব ভোলা সম্ভব! তাই স্বস্তিকা বার বার বলেছেন ডিপ্লেম্যাটিক্যালি হয়তো তিনি মিস করছেন না শোভনকে, কিন্তু গভীরভাবে ভাবলে অবশ্যই মিস করছি।

গত ১ এপ্রিল ছিল শোভনের জন্মদিন। বিশেষ দিনে রাত ১২টায় তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি স্বস্তিকা। কিন্তু শোভন কি শনিবার রাতে শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকাকে? 

এমন প্রশ্নের জবাবে শোভন বলেন, আমি প্রতি বারের মতো এই বছরেও রাত ১২টায় শুভেচ্ছা জানিয়েছি ওকে। পরিবার এবং মা-বাবাকে নিয়ে ও জমিয়ে জন্মদিন পালন করুক, এটাই চাইব। এ সঙ্গে শোভন আরো বলেন, আর আমাদের সম্পর্ক নিয়ে কখনো কিছু কথা বলিনি, এখনো বলতে চাই না। স্বস্তিকার মনে হয়েছে ও বলেছে। আমি কিছু বলব না।”

এই মুহূর্তে একগুচ্ছ কাজ নিয়ে ব্যস্ত শোভন। অন্য দিকে স্বস্তিকাও ব্যস্ত তার সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’র শুটিংয়ে। এ ছাড়াও পাঁচ বছর পর ‘ফাটাফাটি’ ছবির মাধ্যমে ফের বড় পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী। সেই ছবি মুক্তি পাবে আগামী মাসে।

এমএ