রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। দীর্ঘ দিন ধরেই আলাদা তারা। দুজনের সম্পর্ক নিয়ে কম ঘানাঘুষা হয়নি। এক সময় টলিউডে অন্যতম জুটি ছিলেন তারা। ফের তারা এক ছাদের নিচে থাকতে চলেছেন বলে গুঞ্জন উঠেছে। 

তবে ছেলে ‌‘সহজের’ জন্মের পর থেকেই সেই সম্পর্কের গতিপথ বদলায়। একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলেন প্রকাশ্যেই। সেই নিয়ে কাদা ছোড়াছুড়ি কম হয়নি। কিন্তু গত বছর থেকেই একটু একটু কমে সহজ হচ্ছিল তাদের সম্পর্ক। পূজা হোক কিংবা দোল, যেকোনো অনুষ্ঠানে সহজের বাবা-মা হয়ে প্রকাশ্যে এসেছেন এই জুটি। বছর শেষে প্রিয়াঙ্কার জন্মদিনে রাহুলকে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কার সঙ্গে রংমিলান্তি করে পোশাক পরেই। কানাঘুষা চলছিল বিচ্ছেদ ভুলে কাছাকাছি এসেছেন তারা। এবার তাতেই সিলমোহর দিলেন অভিনেতা। এমনকি, মামলাও প্রত্যাহার করে ফেলেছেন ইতোমধ্যেই।

এই প্রসঙ্গে অভিনেতা রাহুল বলেন, হ্যাঁ মামলাটা চলছিল অনেক দিন ধরে, প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।

তাহলে কি এবার পুনরায় মান-অভিমান ভুলে এক হতে চলেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ জুটি? এ প্রসঙ্গে রাহুল বলেন, ‘হ্যাঁ,এখনো শিফট করিনি, তবে খুব শিগগিরই থাকব একসঙ্গে।’ যদিও এই সিদ্ধান্ত যে ছেলে সহজের কথা ভেবেই নেওয়া, জানিয়েছেন অভিনেতা। মা-বাবা একসঙ্গে থাকতে চলছে, শুনেই খুশি ছোট্ট সহজ।

প্রসঙ্গ ২০১৮ সাল থেকে কোর্টে তাদের এই মামলা চলছিল। মাঝে অনেকটা সময় বয়ে গিয়েছে। ২০২৩ সালে জানুয়ারি মাসে ছিল মামালার তারিখ, আদলতে কেউ হাজিরা না দেওয়ায় পর পর মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। তবে বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দু’পক্ষ। যদিও এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া মেলেনি এখনো।

এমএ