বলিউড ইন্ডাস্ট্রিতে বিতর্কিত অভিনেত্রী হিসেবেই পরিচিত কঙ্গনা রানাউত। এমন কোনও তারকা নেই যাকে নিশানায় নেননি এই বলি কুইন।

বিশেষ করে স্টারকিডদের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় জনপ্রিয় এই অভিনেত্রীকে। সেই তালিকায় যেমন রয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, জাহ্নবী কাপুর। ঠিক তেমনি রয়েছেন পরিচালক প্রযোজক করণ জোহর। অভিনেত্রীর মতে, বলিউড জগতে স্বজনপোষণের মূল কাণ্ডারী হলেন করণ। আর এবার তার নিশানায় অনন্যা পাণ্ডে।

মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে বলি তারকাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কঙ্গনা। তুলে ধরেন নানান রকম ঘটনা। আর এবারও হল না তার অন্যথা। একটি রিয়েলিটি শোতে গিয়ে চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিতর্কিত এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ভিডিও। সেখানেই অনন্যা পাণ্ডের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গেছে কঙ্গনাকে। ব্যবহার করেছেন কটু কথা। অভিনেত্রীর এরকম ব্যবহার মোটেই মেনে নিতে পারেননি নেটিজেনরা। উগড়ে দিয়েছেন ক্ষোভ। কীভাবে একজন অভিনেত্রী হয়ে অন্য আর এক অভিনেত্রীকে অপমান করতে পারেন সেই প্রশ্নই তুলেছেন নেট নাগরিকদের একাংশ।

ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। এক সাক্ষাৎকারে অনন্যাকে প্রশ্ন করা হয়েছিল অভিনয়ের পাশাপাশি তিনি আর কি কি করতে পারেন? অভিনেত্রী জবাবে জানান, নিজের জিভ দিয়ে নাক স্পর্শ করতে পারি। অদ্ভুত মুখভঙ্গি করে তা করেও দেখান চাঙ্কি পাণ্ডের কন্যা। আর এই ঘটনাকেই ব্যঙ্গ করলেন কঙ্গনা।

কপিল শর্মা শো- তে হাজির হয়েছিলেন কঙ্গনা। অনন্যার মত মুখভঙ্গি করতে দেখা যায় তাকে। এরপরেই অভিনেত্রীর প্রশ্ন, ‘এই কাজটাকে কী কোনোভাবে কারোর প্রতিভা বলা যায়’? তবে এখানেই শেষ নয়। অভিনেত্রীর সংযোজন, বলিউডের ‘বোকা মেয়ে’ তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ্যে আসতেই পড়ে যায় শোরগোল।