শিগগিরই বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মিঠাই’। দীর্ঘ আড়াই বছরের যাত্রা থামছে, মন খারাপ কলা-কুশলীদের। এর মাঝে আরও এক খারাপ খবর সামনে এলো। শরীর ভালো নেই অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর। সিঁড়িতে ওঠানামা করে অসুস্থ হয়ে পড়লেন তিনি। শুটিং থেকে তড়িঘড়ি বাড়ি ফিরতে হয়েছে নায়িকাকে।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার পিঠে খুব ব্যথা হয়েছে। তার মধ্যেই কষ্ট করে কাজ করে যাচ্ছিলাম। নতুন সেটে সেই যন্ত্রণা নিয়েই সিঁড়ি ভাঙতে হচ্ছে। তার জন্য ব্যথা খানিকটা বেড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে যাব দেখাতে।’ অসুস্থতার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শুটিং করার জন্যই তার এই অবস্থা।

সেট পরিবর্তিত হওয়ায় এমনিতেই মনখারাপ সকলের। আর এখন পুরোপুরি বন্ধ হচ্ছে সিরিয়ালটি। বিদায়ের করুণ সুর বেজে উঠল পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসের কণ্ঠে। ফেসবুকে তিনি লেখেন, ‘কত স্মৃতি চোখের সামনে ভেঙে পড়ছে।’

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আসলে কখনো সিরিয়াল পরিচালনা করছি ভেবে কাজটা করিনি। পরিবারের মতো হয়ে গিয়েছিল। এখানে যারা অভিনয় করেছেন, তারাও মনোহরাকে আপন করে নিয়েছিলেন। কিছু শুরু হলে শেষ তো হবেই। কিন্তু এই সিরিয়ালের ক্ষেত্রে আমার মনে হয়, দর্শকও একাত্ম হয়ে গিয়েছিলেন মোদক পরিবারের সঙ্গে।’

বন্ধ হয়ে যাচ্ছে ‘মিঠাই’। মন খারাপ লাগছে না সৌমিতৃষার? অভিনেত্রীর কথায়, “এটা তো হওয়ারই ছিল। ‘মিঠাই’ অনেক দিন আগে শেষ হওয়ার কথা চলছিল। কিন্তু তাও বিভিন্ন কারণে সময়সীমা অনেকটাই বেড়েছে। কিন্তু মনে মনে একটা প্রস্তুতি তো নেওয়াই ছিল।” কিন্তু মন যে খারাপ তা জানাতে ভুললেন না অভিনেত্রী।

উল্লেখ্য, ‘এ আমার গুরুদক্ষিণা’র খলনায়িকা হিসেবে টিভি পর্দায় যাত্রা শুরু হয়েছিল সৌমিতৃষা কুণ্ডের। ‘মিঠাই’-এর আগে কালার্সের ‘কনে বউ’ ধারাবাহিকে লিড রোলে দেখা মিলেছে তার। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে সাত বছর পার করে ফেলেছেন সৌমিতৃষা।