বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বাগ্‌দান সম্পন্ন হয়েছে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার। একজন বিনোদন জগতের নামজাদা অভিনেত্রী, অন্যজন তুখোড় রাজনীতিক। দুই জগতের মেলবন্ধন ঘটানোর দিন নতুন যুগলকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বিশিষ্টজনেরা।

শনিবার নয়াদিল্লির কাপুরতলা হাউসে জাঁকজমকপূর্ণভাবে আংটি বদল করেন তারা। অভিনেত্রী রাত সাড়ে ৯টায় ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দিয়ে বাগদানের খবরটি জানিয়েছেন ভক্তদের।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, যুগলের পরনে সাদা পোশাক, হাতে বাগ্‌দানের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যেই প্রায় হারিয়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব। 

রাঘব-পরিণীতির বাগদান অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনয় ও রাজনৈতিক অঙ্গনের তারকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিণীতির বড় বোন ও আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের মতো বিশিষ্ট রাজনীতিকেরাও।

সন্ধ্যায় ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানটিতে পরিণীতি পরেছিলেন মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। রাঘব পরেছিলেন পবন সচদেবার ডিজাইন করা একটি মিনিমালিস্ট আচকান। এদিন বাগদানের থিম প্যাস্টেল রঙের সঙ্গে মিল রেখে রাঘব এবং পরিণীতি উভয়েই পোশাক বাছাই করেন।

রাঘব চড্ডার পড়াশোনা ইংল্যান্ডের লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এ। অন্য দিকে, পরিণীতিও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।

বিদেশের মাটিতেই বন্ধুত্বের সূত্রপাত রাঘব ও পরিণীতির। দীর্ঘ দিনের বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত তাদের।

এমজে