মুম্বাইয়ের সড়কে দেখা গেল অনুশকা শর্মাকে। তবে প্রতিদিনের মতো গাড়িতে নয়। একেবারে বাইকে চেপে কাজে বের হলেন অনুশকা। গাড়ি রেখে দেহরক্ষীর বাইকে চেপেই বেরিয়ে পড়লেন অভিনেত্রী।

পরনে সাদা চেক শার্ট, চোখে চশমা, হাতে ব্যাগ নিয়ে বাইকে চেপে বসলেন অভিনেত্রী। সোমবার সড়কে তাকে দেখা মাত্র পিছু নেন আলোকচিত্রীরা। দ্রুতই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। অভিনেত্রীর কাছে আবার অনেকে জানতে চেয়েছেন তার হেলমেট কোথায়?

কেউ লিখেছেন, ‘হেলমেট পরলে আরও ভালো লাগত’, অন্য একজনের কথায়, ‘হেলমেট কোথায়, দু’জনেরই হেলমেটটা পরা উচিত ছিল।’ তবে জানা গেছে, জুহুতে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে যানজট এড়াতে বাইকেই ভরসা অভিনেত্রীর।

শুধু অনুশকা নন, সোমবার মুম্বাইয়ের রাস্তায় বাইকে চড়েছেন অমিতাভ বচ্চনও। মুম্বাইয়ের সড়কে সকালেই ছিল বেশ যানজট। তা ঠেলে শুটিং স্পটে পৌঁছতে দেরি হয়। তাই বাইকে চড়েন বিগ বিও।

সূত্র : আনন্দবাজার

জেডএস