জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে ‘মুজিব চিরন্তন’। ১৭ মার্চ থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে ২৬ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে শুরু হয় মূল আয়োজন। শেষ হয় সন্ধ্যা ৬টা। 

পঞ্চম দিনের সাংস্কৃতিক পরিবেশনায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চনাটক ‘২৮৮ দিন’। এ নাটকে শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন শাকিল আহমেদ।

শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে অভিনয়ের জন্য অডিশনের সুযোগ পেয়েছিলেন শাকিল আহমেদ। কিন্তু অডিশন দেওয়া হয়নি তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা অভিনয় একজন শিল্পীর জন্য অনেক বড় স্বপ্ন। আর সেটি যদি হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির চরিত্রে, তাহলে তা জীবনের সেরা সুযোগ। যা আমার জীবনে এসেও আসেনি।’

বঙ্গবন্ধুর সাজে শাকিল আহমেদ

এ প্রসঙ্গে শাকিল আহমেদ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য অডিশনের ডাক পেয়ে খুব খুশি ছিলাম। কিন্তু অডিশন না দিতে পারায় আশাহত হয়েছিলাম। সেই যন্ত্রণা অনেকটা অ্যাডমিট কার্ড পেয়েও পরীক্ষা দিতে না পারার যন্ত্রণার মতোই। সেই কষ্ট কিছুটা লাঘব হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিবেশিত নাটকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করতে পারায়।’

শিল্পকলা একাডেমির দলের পরিবেশনা ‘২৮৮ দিন’। নাটকটির চিত্রনাট্য লিখেছেন আসাদুল ইসলাম। নির্দেশনা দিয়েছেন আমিনুর রহমান। শাকিল আহমেদ ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চুসহ আরও অনেকে। 

এমআরএম