নিজের গল্পে নায়িকা তানজিন তিশা
তানজিন তিশা, ছবি : মোহসীন আহমেদ কাওছার
কয়েকদিনের বিশ্রাম শেষে আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গত ২৫, ২৬ ও ২৭ মার্চ টানা তিনদিন তিনি এনটিভিতে চলমান মাহমুদুর রহমান হিমির ধারাবাহিক ‘হাউজ নং ৬৯’র বিশেষ সাতটি পর্বের শুটিং করেন। এই ধারাবাহিকের মূল চরিত্র কাজের মেয়ের আকলিমা হয়েছেন এই তারকা।
চরিত্রটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘আমার কখনোই মনে হয়নি যে আমি গল্প নিয়ে ভাবতে পারবো বা আমার গল্পে নাটক হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা ভাবনা বদলায়। আমি ভাবনাটি শেয়ার করার পর হিমি ভাই বিশেষ সাতটি পর্ব নির্মাণের জন্য সম্মত হন।’
বিজ্ঞাপন
তিশা আরও বলেন, ‘গল্পটার শেষে একটা টুইস্ট আছে। চরিত্রটির জন্য অনেক পরিশ্রমও করতে হয়েছে। আমার বিশ্বাস আমার অভিনীত বিশেষ সাতটি পর্ব দর্শকের ভালো লাগবে।’ তিশার পর্বগুলো রচনা করেছেন তাসদিক শাহরিয়ার।
মাহমুদুর রহমান হিমি “এর আগে তিশা আমার নির্দেশনায় ‘ভুল এই শহরের মধ্যবিত্তদের ছিল’, ‘বাড়ি ফেরা’, ‘ডুডল অব লাভ’ নাটকে অভিনয় করেছিলেন। তবে আকলিমা চরিত্রে এক কথায় দুর্দান্ত অভিনয় করেছেন। দর্শক মুগ্ধ হবেন তার অভিনয়ে।”
বিজ্ঞাপন
প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে ‘হাউজ নং ৬৯’। তিশা অভিনীত পর্বগুলোর প্রচার শুরু হবে আগামী ৩১ মার্চ থেকে।
তানজিন তিশা আরও জানান, টানা কয়েকদিন ধরে তিনি সাগর জাহান, সঞ্জয় সমদ্দার ও মুহিদুল মহিমের ঈদের নাটকে কাজ করবেন।
আরআইজে