ফের একসঙ্গে সৃজিত-দেব
গুঞ্জন ছিল ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে নাকি ঠান্ডা লড়াইয়ে মেতেছেন সৃজিত ও দেব। এমনকি সোশ্যাল মিডিয়ায় তার আঁচ পেয়েছিলেন নেটিজেনরা। তবে সে লড়াইয়ে যে একেবারেই বন্ধুত্বে কোনো ছাপ ফেলল না, তা এবার খোদ জানিয়ে দিলেন দেব ও সৃজিত।
বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যা নাগাদ সোশ্যাল মিডিয়ায় দেবের একটি পোস্ট। আর তা থেকেই সব গুঞ্জনে পানি পড়ল।
বিজ্ঞাপন
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে তার প্রযোজনা সংস্থার অফিস থেকে একটি ছবি পোস্ট করেছেন দেব। সঙ্গে পোস্টে লিখলেন, অবশেষে ফাইনাল… আমরা আসছি ২০০৪ সালে। ব্যস, এই পোস্টেই হইচই শুরু। দেবের প্রযোজনায় যে সৃজিত ছবি করছেন তা নায়কের পোস্টে স্পষ্ট। তবে কী ছবি, তা কিন্তু খোলসা করেননি কেউ-ই। তবে শুধু দেব, সৃজিত নয়, এই ছবিতে এই দুজনের সঙ্গে রয়েছে রুক্মিণীও। তাও কিন্তু জানিয়ে দিলেন নায়ক-প্রযোজক দেব নিজেই।
সৃজিতের ঝুলিতে এখন প্রচুর ছবি। রয়েছে ব্যোমকেশ ও দুর্গরহস্য, দশম অবতার, ওটিটির জন্য বানাচ্ছেন শার্লক হোমস।
বিজ্ঞাপন
সূত্র : সংবাদ প্রতিদিন
জেডএস