মেয়েদের রেসলিং দেখতে পারলে সুড়ঙ্গ নিয়ে আপত্তি কেন: সেলিম
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মাঝে দর্শক চাহিদায় শীর্ষের দিকে রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’।
একসঙ্গে দেশের ২৮টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পর অধিকাংশ দর্শক সিনেমাটির ভূয়সী প্রশংসা করলেও কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন কেউ কেউ।
বিজ্ঞাপন
অনেকেই প্রেক্ষাগৃহে থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে বলেছেন, সন্তান বা পরিবারকে সঙ্গে নিয়ে দেখার মতো সিনেমা নয় ‘সুড়ঙ্গ’। বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী এসব ‘আপত্তিকর দৃশ্য’ যায় না বলেও মন্তব্য কারো। অনেকে আবার প্রশ্ন তুলেছেন সেন্সরবোর্ড থেকে এসব দৃশ্য কেন ছেঁটে দেওয়া হয়নি কেনো?
তাদের এসব মন্তব্যর জবাবে মুখ খুলেছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তিনি মনে করেন, ভারতীয় ছবির নায়িকারা যে সমস্ত পোশাক পরে গানের দৃশ্যে করছেন সেগুলো দেখতে পারলে সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন কেন?
বিজ্ঞাপন
একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিজে সিনেমাটা দেখেছি। যারা আপত্তিকর দৃশ্য নিয়ে কথা বলছেন ওনারা বাসায় টিভি দেখছেন না! ওনারা তো রেসলিং দেখেন। মেয়েদের রেসলিং দেখেন বলে আমার ধারনা। ওনারা ওটিটি মাধ্যম দেখেন, নেটফ্লিক্স বা বিভিন্ন মাধ্যম দেখেন। ওনারা ইউটিউবে সিনেমা দেখেন। হিন্দি ছবির যে নায়িকারা আছেন বা ভারতীয় ছবিগুলোর নায়িকারা যে সমস্ত পোশাক পরে গানের দৃশ্যে যেভাবে অভিনয় করছে সেটা দেখতে পারেন তাহলে এটা নিয়ে কথা বলাটা অসঙ্গত। তাহলে তাদের সিনেমা দেখার দরকার নেই বলে আমি মনে করি।’
গল্পের প্রয়োজনে কিছু দৃশ্য যুক্ত করা হয়েছে উল্লেখ করে সেলিম বলেন, ‘যে দৃশ্যটি দেখানো হয়েছে সেটি দরকার ছিল। গল্পের কারণে দেখানো হয়েছে। এটি একটি পরকীয়া প্রেম হচ্ছে। পরকীয়াটি কোন পরিস্থিতিতে হলো বা ঘটল এবং তখনকার পরিবেশটা কী সেটা একেবারেই চরিত্র ও গল্পের কারণে এসেছে। অন্য কোনো কারণে নয়।’
প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।
এনএইচ