থাকেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানে বসেই দেশের নাটক-সিনেমার জন্য গান বাঁধেন বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী ফাহাদ বিন আজিজ। শৈশবে নজরুলগীতি শেখা আর কৈশোরে শাফকাত আমানত আলীর গান কাভার করা ফাহাদ, গান ছাড়তে পারেননি আজও।

তবে এবার আর প্যারিসে বসে নয়, নিজের একটি একক গান প্রকাশের জন্য হাজির হলেন দেশে। জুন মাসে ঢাকায় এসে তৈরি করলেন ঈদকে কেন্দ্র করে বিশেষ একটি গান। নিজের লেখা গানটির নাম রেখেছেন ‘ছেড়ো না’। যেটির সংগীত পরিচালনা করেছেন ‘বলো তুমি কি আমার হবে’ খ্যাত আরেক জনপ্রিয় গায়ক এবং সংগীত পরিচালক তানজীর। গানটি প্রকাশ হয়েছে ২০ জুলাই ইউটিউব-স্পটিফাইসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

গানটি প্রসঙ্গে ফাহাদ বলেন, ‘নাটক বা সিনেমার গান তো প্রচুর করেছি। জনপ্রিয়তাও পেয়েছি। যদিও সে গানগুলো মূলত তৈরি হয়েছে গল্পের সূত্র ধরে। এবার ভাবলাম নিজের মতো করে একটা স্বাধীন গান করি। লেখালিখির অভ্যাস কিছুটা আগে থেকেই থাকায় এবার নিজেই লিখলাম। এরপর ঢাকায় এসে তানজীরের সঙ্গে বসে গানটি তৈরি করলাম। চেষ্টা করেছি নিজের মতো করে একটি কাজ করার। শ্রোতারা পছন্দ করলে আমার এই চেষ্টা সার্থক হবে। আগামীতে এমন আরও সিঙ্গেলস উপহার দেওয়ার চেষ্টা করব।’

২০১৭ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাভেদের সুরে ‘প্রেমেরই রঙে রাঙানো’ নাটকের টাইটেল গান দিয়ে নাটকে গাওয়া শুরু হয় ফাহাদ বিন আজিজের। এরপর একই নির্মাতার আগ্রহে নাভেদের সুরে ‘অনুভবে’ নাটকের ‘হাসি’, ‘প্লেবয়’ নাটকের ‘কেন হঠাৎ ঝড়ে’, জাকিউল ইসলাম রিপনের ‘লাভ ট্রাস্ট এন্ড কেয়ার’ নাটকের ‘আড়াল’, এজাজ মুন্নার সিরিয়াল ‘আমি এমন তুমি কেমন’-এর টাইটেল গান, অমির ‘এক্স ওয়াইফ’ নাটকের ‘ডুবসাঁতার’ প্রভৃতি গান করেছেন। সবগুলো গানই তিনি কণ্ঠ দিয়েছেন প্যারিসে বসে।

তারও আগে ২০১৫ সালে আরিফিন শুভ অভিনীত আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমার টাইটেল গানে তৌফিকের সঙ্গে কণ্ঠ দেন ফাহাদ। র‌্যাপ ধাঁচের সে গানটি ওই সময় বেশ আলোচিত হয়। এরপর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমায় তার গাওয়া ‘বন্ধু আমার’ গানটিও প্রশংসিত হয়।

কেএইচটি