যে ছবিতে কখনোই অভিনয় করবেন না রঞ্জিত মল্লিক
এই বয়সে অনেকে অবসরে চলে যান। বাকি জীবনটাকে উপভোগ করেন নিজের মতো করে। কাজের ব্যস্ততার কারণে নিজেকে না দেওয়া সময়টুকু সুদে আসলে উসুল করতে চান কেউ কেউ। তবে এখানেই যেন ব্যতিক্রম টলিউডের খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিক। বয়স আশি ছুঁইছুঁই। জীবনের এই সন্ধ্যাবেলা পা রাখলেন নতুন সকালে। চলতি সপ্তাহেই মুক্তি পাবে এ অভিনেতার প্রথম ওয়েব সিরিজ ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’।
অবসর নিতে রাজি নন এরকম একজন মানুষের অবসর জীবনে কী কী মোড় আসে তা নিয়েই হরনাথ চক্রবর্তীর নতুন সিরিজ। রঞ্জিত বলেন, ‘দর্শকের দাবি মেনে বছরে দুয়েকবার মুখ দেখালেই তারা খুশি। আমিও মেনে নিয়েছি।’
বিজ্ঞাপন
রঞ্জিত মল্লিক নিজেও বিশ্বাস করেন অবসর মানেই কিন্তু জীবনের শেষ নয়। তার কথায়, ‘‘বিদেশে দেখেছি, অবসর গ্রহণের পর অনেকে হয়তো সারা পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়েন। কারণ, কর্মজীবনে তাদের কাছে সেই সময়ই ছিল না।’ তাই সময় পেলে এখনও স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তে চান। বললেন, ‘সারা জীবনে দেশে-বিদেশে অনেক জায়গাতেই ঘুরেছি। কিন্তু বয়সের কারণে ইচ্ছে থাকলেও শরীর খারাপ হওয়ার ভয়টা মনের মধ্যে বেশি জাঁকিয়ে বসে।’
সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতেই নতুন এই ওয়েব সিরিজে অভিনয় করতে রাজি হয়েছেন বলে জানান বর্ষীয়ান এই অভিনেতা। নতুন কাজের ক্ষেত্রে গল্প, চিত্রনাট্য এবং পরিচালক—এই রকম কয়েকটি বিষয় আগে খতিয়ে দেখেন রঞ্জিত। তবে অশালীন কোনো চরিত্র বা গল্পে তার আপত্তি রয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা পারিবারিক ছবিতে অভিনয় করে বড় হয়েছি। বাপ-ব্যাটায় বসে দেখতে পারবে না, এরকম কোনো ছবিতে আমি অভিনয় করবই না।’ ৫০ বছরের অভিনয় জীবনে বিভিন্ন বয়সী দর্শকের কাছে এখনো পর্যন্ত যে ভালোবাসা পেয়েছেন, তার অমর্যাদা করতে চান না বরেণ্য এই অভিনেতা।
মুক্তি অপেক্ষায় রয়েছে রঞ্জিত মল্লিক অভিনীত ‘তারকার মৃত্যু’ এবং ‘লক্ষ্মী দারোগা’ ছবি দুটি। আগামী ১১ আগস্ট থেকে আড্ডাটাইমস প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’। এতে নাম ভূমিকায় দেখা যাবে রঞ্জিত মল্লিককে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুরাধা রায়, অদৃজা রায়, আরিয়ান ভৌমিকসহ অন্যান্যরা।
কেএইচটি