স্বাধীনতা দিবসের আগে বড়পর্দায় মুক্তি পেয়েছে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ সিনেমা। এখন পর্যন্ত ভালো ব্যবসা করেছে ছবিটি। বক্স অফিসের রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের জি-নিউজ। 

খবরে বলা হয়, ‘ব্যোমকেশ’ সাফল্যের মধ্যেই আসন্ন পুজোর ছবির টিজার প্রকাশ করা হয়েছে।  অরুণ রায়ের পরিচালনায় এবার ‘বাঘা যতীন’নে যতীন্দ্রনাথ চ্যাটার্জির চরিত্রে দেখা যাবে দেবকে। স্বাধীনতা দিবসের আগের দিন প্রকাশ করা  হয়েছে সেই সিনেমার টিজার।

ভারতের স্বাধীনতা দিবসের দিন হিন্দিতে রিলিজ করা ছবির টিজারে গত দুদিনে বেশ হিট করেছে। ইতোমধ্যে ইউটিউবে টিজার দেখে ফেলেছেন প্রায় ৫ লাখের বেশি মানুষ। 

এদিকে গত বছর স্বাধীনতা দিবসে নতুন ছবির ঘোষণা দিয়েছিলেন দেব। গত মঙ্গলবার স্বাধীনতা দিবসে প্রকাশ্যে আসে ‘বাঘাযতীন’ সিনেমার টিজার। দেশ প্রেম নিয়ে নতুন দেবকে নিয়ে দেখবেন দর্শকরা।

এমএসএ