রক্তচ্চাপ ওঠানামা করায় অসুস্থ হয়ে পড়েছিলেন দক্ষিণী কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এই খবরে ভক্ত অনুরাগীরা উৎকণ্ঠায় দিন কাটিয়েছেন। অবশেষে স্বস্তি এলো সবার মনে।

হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে রজনীকান্তকে। আপাতত সুস্থ আছেন তিনি। রক্তচাপও নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসক জানান, এই সময়ে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।

কয়েক দিন আগে ‌‘অন্নাথা’ নামে এক সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন রজনীকান্ত। শুটিং সেটে ৭ জনের শরীরে করোনা ধরা পড়ায় বন্ধ হয়ে যায় শুটিং। এরপর হায়দরাবাদে আইসোলেশনে ছিলেন রজনীকান্ত। সেখানেই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। সেখান থেকেই তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে রজনীকান্তের শরীরে করোনা ধরা পড়েনি। 

পর্দা থেকে এবার রাজনীতির মাঠে নামছেন রজনীকান্ত। এমনটা প্রস্তুতি নিচ্ছিলেন অনেকদিন ধরে। ৩১ ডিসেম্বর নিজস্ব রাজনৈতিক দল ঘোষণা করার কথা তার। এর মাঝেই অসুস্থ হয়ে পড়েন এই দক্ষিণী সুপারস্টার। 

পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট দিনে রাজনৈতিক দল ঘোষণা করা হবে কি-না। তা নিয়ে আপাতত কোনো ষোষণা দেওয়া হয়নি। তাই দল ঘোষণা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এমআরএম