বিতর্ক উড়িয়ে কাজ উপভোগ করছেন তৃণা
মুক্তির অপেক্ষায় রয়েছে তৃণা সাহার নতুন ওয়েব সিরিজ় ‘পিলকুঞ্জ’। চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে পরিচালক অর্ণব রিঙ্গো ব্যানার্জির এ ওয়েব সিরিজটি। এর প্রচারেই আগামী কয়েক ব্যস্ত থাকবেন তৃণা সাহা।
এদিকে ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজ়ে তৃণাকে ঘিরে সাম্প্রতি যে বিতর্ক চালু হয়েছিল তা এখনো অনেকের মনে দানা বাঁধা আছে। এমন অবস্থায় বিতর্ক সামলান কীভাবে? এ অভিনেত্রীর এক কথায় উত্তর— কাজ উপভোগ করছেন তিনি। বলেন, ‘সামলানোর তো কিছু নেই! একটা ভুলকে দুইশ জনও ঠিক বলতে চাইলে সেটা তো ঠিক হয়ে যায় না।’
বিজ্ঞাপন
আনন্দ বাজারেরর খবরে বলা হয়, নিজের ভাবমূর্তি নিয়ে একেবারেই বিচলিত নন তিনি। বিতর্ক উড়িয়ে কাজ উপভোগ করছেন।
তৃণা বলেন, ‘২০১৬ থেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমি কেমন মানুষ— পরিচালক কিংবা প্রযোজকরা জানেন। কাউকে যখন অসম্মান করিনি, তখন আমি কারও থেকে অসম্মান নিতেও পারব না। তাই কারও কাছে নিজেকে প্রমাণ করার কিছু নেই।’
বিজ্ঞাপন
এদিকে নতুন ওয়েব সিরিজ় বেশ উচ্ছ্বসিত তৃণা। এই সিরিজ়ে তার চরিত্র চিকিৎসক হিসেবে। এতে নিজের চরিত্র নিয়ে খুব বেশি তথ্য না দিলেও এ অভিনেত্রী বললেন, ‘এই প্রথম চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছি। এটা অনেক কঠিন ছিল। পরিচালকের সাহায্য ছাড়া কাজটা সম্ভব হত না।’
অপরদিকে এ বছর ভারতের ‘টাইগার প্রজেক্ট’-এর সুবর্ণজয়ন্তী। নতুন ওয়েব সিরিজ়টিতেও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঘ। তাই বাঘ নিয়ে তৃণার আলাদা ভাললাগা রয়েছে জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ছোট্ট থেকেই বাঘ আমার ভীষণ পছন্দের প্রাণী। একটা সময় তো আমি বাড়িতে বাঘ পুষতেও চাইতাম। পরে অবশ্য বুঝতে পারি, সেটা সম্ভব নয়।’
এমএসএ