ছবি হিট হয়েছে এই খুশিতে নিজের পারিশ্রমিক থেকে একশ পরিবারকে ১ লাখ করে মোট ১ কোটি রুপি দান করার কথা ঘোষণা করেন তেলেগু অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তার এই খুশির খবর হজম হয়নি বছর তিনেক আগে মুক্তি পাওয়া ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ ছবির প্রযোজকের। সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে দাবি করে বসেন ৮ কোটি রুপি!

অভিনেতার এই কোটি টাকা দানের কথা ঘোষণা করতেই টুইটারে ওই ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে লেখা হয়, “প্রিয় বিজয় দেবেরাকোন্ডা, আমাদের ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ ছবিটির পরিবেশনায় ৮ কোটি রুপির ক্ষতি হয়েছে। তখন কেউ পাশে দাঁড়ায়নি! এখন যেহেতু আপনি আপনার বড় হৃদয় দিয়ে বহু পরিবারকে ১ কোটি রুপি দান করছেন, দয়া করে আমাদেরও তাহলে বাঁচান। একই সঙ্গে এক্সিবিটর্স, ডিস্ট্রিবিউটরসদের পরিবারকেও বাঁচান। ধন্যবাদান্তে আপনার অভিষেক পিকচার্স।’ হ্যাশট্যাগে দিয়েছেন মানবতা, প্রেম, সহানুভূতি।

২০২০ সালের বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায় বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ ছবিটি। অভিষেক পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটি মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর তাই লাভের বদলে লোকসান গুনতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানকে। এবার ‘কুশি’ সিনেমার সাফল্যে খুশি হয়ে নায়কের ১ কোটি রুপি দান করার কথা ঘোষণা করতেই চাওয়া হলো ৮ কোটি রুপির ক্ষতিপূরণ। দেখার বিষয়, প্রযোজনা সংস্থার এমন দাবির পরিপ্রেক্ষিতে কী জবাব দেন অভিনেতা। যদিও এখনো এ বিষয়ে মুখ খোলেননি বিজয়।

চলতি মাসের পয়লা তারিখে মুক্তি পায় ‘কুশি’ সিনেমাটি। এতে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে অভিনয় করেন সামান্থা রুথ প্রভু। ইতোমধ্যেই ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পেয়েছে। রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাটি পরিচালনা করেন শিব নির্বাণ।

কেএইচটি