চলে গেলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমানে মা করিমা বেগম। নিজ বাসভবন চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টুইট করে মায়ের মৃত্যুর খবর জানান অস্কারজয়ী এই তারকা। পোস্টে মায়ের ছবি প্রকাশ করেছেন তিনি। 

প্রয়াত করিমা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া। 

এদিন সকালে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোক প্রকাশ করেন এ আর রহমানের ভক্তরা। জনপ্রিয় গায়কের মায়ের মত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যায় অনেককে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাকে নিয়ে এ আর রহমান বলেন, ‘আমার মা যেভোবে ভাবেন ও সিদ্ধান্ত নেন তা আমি এখনো পারি না। মায়ের সিদ্ধান্তে আমি সংগীতের সঙ্গে জড়িয়েছি। একাদশ শ্রেণিতে থাকার সময় মা আমাকে স্কুল ছেড়ে সংগীত বেছে নিতে বলেছিলেন। মায়ের জন্য আজকে আমি এতটুকু আসতে পেরেছি।

প্রসঙ্গত, মাত্র ৯ বছর বয়সে মারা যান এ আর রহমানের বাবা। বাবার মৃত্যুর পর ছেলেকে আকড়ে ধরে বড় করেন মা করিমা বেগম। 

এমআরএম