রাঘব-পরিণীতির প্রেম কাহিনী যেন সত্যি কোনও সিনেমার চিত্রনাট্য। এক বছরের প্রেম পর্ব শেষে গত ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেছেন রাজনৈতিক নেতা ও অভিনেত্রী। সারাজীবনের জন্য অঙ্গীকারবদ্ধ হলেন তারা। বিয়েতে মণীশ মলহোত্রের লেহেঙ্গায় সেজেছিলেন পরিণীতি। সঙ্গে ছিল মানানসই হিরে ও পান্নার গয়না। অপরদিকে নিজের ভাইয়ের ডিজাইন করা শেরওয়ানিতে দেখা যায় রাঘবকে। গলায় সাদা গোলাপের মালা। 

পরিণীতির যেমন অভিনেত্রী হিসাবে বেশ নাম ডাক, রাঘবও কম জনপ্রিয় নন। একসময় কনিষ্ঠতম সাংসদ ছিলেন তিনি। পঞ্জাবে আপকে জেতানোর কাণ্ডারিও তিনি। তবে বিয়েতে নায়িকা স্ত্রীকে টেক্কা দিতে গিয়ে থুতনির মেদ ঢাকতে কারসাজি করে ধরাও পড়ে গেছেন নেতা মশাই।

রাঘব-পরিণীতির বিয়েতে হাজির ছিলেন তাদের বন্ধুবান্ধব ঘনিষ্ঠ আত্মীয়স্বজন। সবাই প্রায় তাদের বিয়ের শুভক্ষণ ক্যামেরাবন্দি করেছেন। এতেই যেন ধরা পড়লেন রাঘব। পরিণীতির স্বামীর থুতনির নীচে দেখা গেল দুটো সাদা টেপ। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। 

হঠাৎ রাঘব থুতনিতে সাদা টেপ আটকাতে গেলেন কেন? এই ছবি ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় জল্পনা কেউ বলেছেন, ‘‘রাঘব তার স্ফীত থুতনি ঢাকতেই এমন কাণ্ড করেছেন।’’ কেউ বলেছেন, ‘‘বাগ্‌দানের ছবিতেও তার স্ফীত থুতনি স্পষ্ট। সেটাই ঢাকতে চেয়েছিলেন।’’ তবে ঠিক কেন এমন কাজ করেছিলেন সেই কারণ এখন অজানা। 

রাজস্থানের উদয়পুরে বিয়ে পর্ব সেরে আপাতত দিল্লিতে শ্বশুরবাড়িতে ফিরেছেন পরিণীতি। খবর, এখন রাজধানীতে রাঘবের বাংলোতেই থাকবেন তিনি। খুব শিগগিরই মুম্বই ও দিল্লিতে তাদের প্রীতিভোজের অনুষ্ঠান। সে দিন আবার এমন কিছু করেন কি না নায়িকার স্বামী সেটাই এখন দেখার!

এমএসএ