ছেলেবেলার ছবি পোস্ট করে স্বপ্ন পূরণের কথা জানালেন সুস্মিতা
ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। অবশ্য বড় হয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে তারা। স্কুলের পড়ার সময়ের তার সেই স্বপ্নের কথাই ভাগ করে নিলেন। পরনে সাদা ফ্রক, সঙ্গে হাতে কাগজের বালা, তেমনই গলার মালা। ঠোঁটে লিপস্টিক, সঙ্গে মানানসই ওড়না। ছেলেবেলার এমনই একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
সদ্যই শেষ হয়েছে তার নতুন সিরিয়াল। চিনতে পারছেন কোন নায়িকার কথা বলা হচ্ছে? খুব বেশি দিন ইন্ডাস্ট্রিতে মেয়াদ হয়নি তার। তবে অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকের নজর কেড়েছেন তিনি। চিনতে পারছেন অভিনেত্রীকে? তিনি সুস্মিতা দে। ‘অপরাজিতা অপু’ সিরিয়ালের মাধ্যমে প্রথমবার তাকে ক্যামেরার সামনে দেখেছিল দর্শকরা। এরপর একের পর এক সিরিয়াল করে চলেছেন তিনি।
বিজ্ঞাপন
ছোটবেলার ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, স্বপ্ন দেখুন। এক দিন না এক দিন সত্যি হবেই।
বিজ্ঞাপন
কিছুদিন আগে পর্যন্ত ‘পঞ্চমী’ সিরিয়ালে অভিনয় করেছেন সুস্মিতা। আট মাসের মাথায় সেই সিরিয়াল বন্ধ হয়ে যায়। সুস্মিতার অভিনীত আগের দুটি সিরিয়ালই বন্ধ হয়ে গিয়েছিল কম সময়ের মধ্যে। তবে তা নিয়ে কোনো আক্ষেপ নেই অভিনেত্রীর।
এখনই কোনো নতুন কাজ করছেন না সুস্মিতা। আগের সিরিয়ালের মেয়াদ বেশি দিনের না হলেও জীবনে একটা ভালো বন্ধু পেয়েছেন তিনি। অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর সঙ্গে ভালো ভাব জমেছে তার। একসঙ্গে নানা ধরনের রিল ভিডিও শেয়ার করে থাকেন তারা। দর্শকও শিঞ্জিনী এবং সুস্মিতা জুটিকে দিয়েছে বিপুল ভালবাসাও। তাদের আবারও একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা।
কেএ