টিপুর মৃত্যুর গুজব, তিনি বললেন সুস্থ আছি
দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও দলনেতা শেখ মনিরুল আলম টিপু মারা গেছেন বলে গুজব ছড়িয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সকালে এই গুজব ছড়িয়ে পড়লে অনেকেই তাকে ফোন করে ঘটনার সতত্য জানতে চান। মূলত টিপু মারা গেছেন বলে ফেসবুকে একজন পোস্ট দিলে এই পরিস্থিতি তৈরি হয়।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে টিপু নিজেই ফেসবুকে পোস্ট করে পরে নিজের বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
ফোস্টে টিপু লেখেন, ‘আস্সালামুআলাইকুম। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আজ সকাল থেকে বিভিন্ন ফোনে সবাই আমাকে নিয়ে চিন্তিত দেখে অবাকই হলাম। জানতে পারলাম আজ সকালে নাকি একজন পোস্ট করেছে আমি মারা গেছি। কিন্তু উনি না জেনে ভুলবশত এই পোস্টটি করেছেন। আমার সাথে কথা হয়েছে, উনি ক্ষমা চেয়ে পোস্টটি সরিয়ে ফেলেছেন।’
বিজ্ঞাপন
টিপু আরও লেখেন, ‘দয়া করে এসব ভুল তথ্যে বিচলিত হবেন না। সবার উদ্দেশে বলছি-আমি আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ এবং নিজ বাসায় অবস্থান করছি। সবাই এই সময়ে বাসায় থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।’
উল্লেখ্য, বাংলা সংগীতের কিংবদন্তি এই মিউজিশিয়ান ‘ওয়ারফেজ’কে আগলে রাখার পাশাপাশি গত ৩০ বছর ধরে বাংলাদেশ মিউজিকাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবার) নানা দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯১ সালে তিনি ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ। বর্তমানে দায়িত্ব পালন করছেন সহ সভাপতি হিসেবে।
সম্প্রতি ‘ঢাকা পোস্ট’কে টিপু জানান, ‘লয় রেকর্ডস’ নাম একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ এগিয়ে নিচ্ছেন তিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৩-৪টি নতুন অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে আগামী ঈদে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করবেন।
আরআইজে