‘প্রেমিককে প্রকাশ্যে আনলে বদনজর লেগে যায়’
বর্তমান সময়ে মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন মডেল লিয়ানা লিয়া। সংগীতশিল্পী ইমরানের ‘ধোঁয়া’ গানের মিউজিক ভিডিওতে কাজ করে নজরে আসেন তিনি। এরপর দেশের বড় বড় ফ্যাশন হাউজের মডেল হিসেবে দেখা গেছে তাকে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম, পছন্দের তারকা প্রসঙ্গে কথা বলেছেন লিয়ানা। যেখানে তিনি জানান, বর্তমানে রিলেশনশিপ স্ট্যাট্যাস সিঙ্গেল না। যার মানে প্রেম করছেন এই মডেল।
বিজ্ঞাপন
তবে প্রেমিককে প্রকাশ্যে আনতে রাজি নন লিয়ানা। এ বিষয়ে তার ভাষ্য, প্রেমিককে সামনে আনলে ভক্তদের ভালোবাসা কমে যায়। আমাকে যে ভক্ত পছন্দ করে, সে কিন্তু তার ড্রিমগার্ল হিসেবেই পছন্দ করে। তো যখন আমার বয়ফ্রেন্ডকে সামনে আনব, তখন তার প্রতি অনেকেরই ঘৃণা কাজ করবে। নানাভাবে তাকে হ্যারেজ করতে থাকবে। এমনকি মানুষের বদনজর লেগে যায়। কারণ কিছু মানুষ থাকে যারা রিলেশনশিপ ভাঙার জন্য কাপলদের মধ্যে নেগেটিভ কথা ছড়ায়। এ কারণে সম্পর্ক ভেঙে যায়।’
বিজ্ঞাপন
এসময় লিয়ানা বলেন, ‘আমি মনে করি সবসময় প্রেম করা উচিত। সিঙ্গেল থাকার চেয়ে সম্পর্কে থাকলে অনেক খারাপ কিছু থেকেই নিরাপদ থাকা যায়।’
বাংলাদেশি তারকাদের মধ্যে বর্তমানে শাকিব খানকে পছন্দ বলে জানান এই মডেল। তার কথায়, হিরো হিসেবে শাকিব খান বেস্ট। নায়িকা হিসেবে পূর্ণিমা ও নুসরাত ফারিয়া আপু পছন্দের।
লিয়ানা বলেন, ‘ছোটবেলা থেকে আমি ক্যাটরিনার অনেক বড় ফ্যান। ক্যাটরিনাকে দেখে মিডিয়াতে এসেছি। তার সবকিছু আমাকে মুগ্ধ করে। যখন ছোট ছিলাম তখন তার প্রতিটি কাজে মুগ্ধ ছিলাম এখনও আছি। ক্যাটরিনার কাজে অনুপ্রাণিত না হলে হয়তো মিডিয়াতে আসতাম না।’
এনএইচ