ক্যানসারের কাছে হার মানলেন হাইডন গুয়েন
ক্যানসারের কাছে হার মানলেন হাইডন গুয়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
শুক্রবার (২০ অক্টোবর) ভোরে লন্ডনের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘দ্য ক্রাউন’র অভিনেত্রী।
বিজ্ঞাপন
১৯৫৭ সালে জন্ম হাইডনের। অভিনয় জগতে পা দেওয়ার আগে ইতালিতে ইংরেজি পড়াতেন তিনি। ১৯৯০ সালে প্রথমবার অভিনয়ে হাতেখড়ি তার। ‘ড্রপ দ্য ডেড ডাঙ্কি’ সিচুয়েশনাল কমেডিতে সাংবাদিকদের জগতের গল্প বলা হয়। সেখানে নিউজ প্রোডিউসারের ভূমিকায় দেখা যায় বর্ষীয়ান অভিনেত্রীকে।
এরপর একাধিক সিরিজে কাজ করার পর ‘দ্য ক্রাউন’-এ অভিনয় করেন লেডি সুসান হাসির চরিত্রে। তুমুল প্রশংসা পেয়েছিলেন হাইডন। সেলুলয়েডে ছাড়াও ব্রিটিশ থিয়েটারের জগতে তার প্রচুর নাম। একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
অভিনেত্রীর টিম থেকে জানানো হয়েছে, মৃত্যুর সময়ে কাছের মানুষেরা তার পাশেই ছিলেন। পরিবারের অন্যান্য ছাড়া দুই ছেলে ওরল্যান্ডো এবং হ্যারিসনকে রেখে গেছেন হাইডন।
কেএ