প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন গৌরব-ঋদ্ধিমা
এ বছরের ১৬ সেপ্টেম্বর ছেলের জন্ম দিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। বাবা হয়েছেন সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তী। এমন সুখবর প্রকাশ্যে আসা মাত্রই শুভেচ্ছাবার্তায় ভাসছেন এ যুগল। তবে দীর্ঘ দিন পর প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন গৌরব-ঋদ্ধিমা।
অবশেষে মহাসপ্তমীর দিন প্রকাশ্যে এলেন মা-ছেলে। সাদা চুড়িদার আর লাল ওড়নায় সেজেছেন নতুন মা। সঙ্গে মানানসই নীল রঙের পাঞ্জাবীতে সেজেছেন গৌরব। আর ঋদ্ধিমা ছেলেকে জড়িয়ে দাঁড়িয়ে। মুখ দেখা না গেলেও পূজায় কিছুটা ঝলক মিলল এক মাসের ধীরের। সে-ও পরেছে একটি চেকার্ড শার্ট। মায়ের বুকে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। যদিও ঋদ্ধিমা-গৌরবের এই ছবি দেখে সকলের একটাই চাহিদা যদি এক ঝলক দেখা যেত ছোট্ট ধীরের মুখটা।
বিজ্ঞাপন
পরিবারের সঙ্গে ছবি দিয়ে গৌরব লিখেন, আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব আনন্দে এই পূজা কাটান।
এর আগে গৌরব ছেলে হওয়ার আনন্দ সবার সঙ্গে ভাগ করে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, আমাদের পৃথিবীতে এক নতুন আলো এসেছে। আমাদের ছেলে। ওর জীবনের যাত্রা যেন আনন্দে ভরে ওঠে। জীবনে যেন অনেক বড় হয় এবং নিজের জীবনের একটা সুন্দর গল্প লিখতে পারে। তোমায় খুব ভালোবাসি ধীর।
বিজ্ঞাপন
এমএসএ