রোববার ৩৫-এ পা দিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পর এটাই ‘পরী’র প্রথম জন্মদিন। স্ত্রীর জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন স্বামী রাঘব চাড্ডা। সঙ্গে ভাসিয়েছেন প্রশংসায়। 

গত একবছর পরিণীতির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা। কাটিয়েছেন বিদেশে ছুটিও।

পরিণীতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাঘব লিখেছেন, ‘তুমি আমার জীবনকে সুপারস্টারের মতো আলোকিত করেছ পারু! তোমার কাছ থেকে একটা হাসি আমার চ্যালেঞ্জিং ও বিশৃঙ্খল জীবনকে সুন্দর করে তুলছে। তুমি আমার পৃথিবীতে অনেক আনন্দ নিয়ে এসেছ…। এখানে আরও হাসি, আরও ভালবাসা এবং আরও অবিস্মরণীয় একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত...। আমাদের গত ১ বছরের এই সুন্দর মুহূর্তগুলো একসঙ্গে কেটেছে। শুভ জন্মদিন বউ!’

গত মাসেই উদয়পুরে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েছেন রাঘব-পরিণীতি।

জেডএস