বাংলাদেশের সিনেমায় প্রথমবার অভিনয় করলেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছিল ‘কমান্ডো’ শিরোনামে এই সিনেমার টিজার। দেবের জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর টিজারটি মুক্তি পায়। 

টিজার মুক্তির পর থেকে শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৈরি হয়েছে সমালোচনা। অভিযোগ উঠেছে ইসলাম অবমাননার। এমন অবস্থায় ২৮ ডিসেম্বর সন্ধ্যায় টিজারটি সরিয়ে ফেলা হয়। 

সিনেমাটি প্রযোজক সেলিম খান। তিনি বলেন, ‘ইসলাম অবমাননা করার সাহস আমার নেই। আমি নিজেও একজন মুসলিম। চাঁদপুরে এক ইউনিউনের চেয়ারম্যান আমি। সেখানে নিজের উদ্যোগে মসজিদ করেছি। ইসলাম অবমাননার উদ্দেশ্যে এই সিনেমা নির্মাণ হয়নি। টিজারের দৃশ্য দেখে পুরো সিনেমার গল্প তো বলা যায় না।’

সিনেমার পরিচালক শামিম আহমে রনি বলেন, ‘একজন মুসলিম হিসেবে নিজের ধর্মের অবমাননা কখনো করিনি। এই সিনেমাও সেই উদ্দেশ্যে নির্মাণ হয়নি। তবুও টিজারের মাধ্যমে যারা আঘাত পেয়েছেন তাদের প্রতি আমি ক্ষমাপ্রার্থী। সবার প্রতি শ্রদ্ধা রেখে আমরা টিজারটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেই।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ব্যক্তি মাওলানা আব্দুল্লাহ হাই সাইফুল্লাহ। টিজারের বিষয়টি নিয়ে ফেসবুকে তার মতামত পোস্ট করেন। তিনি বলেন তিনি বলেন, ‘কালেমাধারীদের পরাজিত করার জন্য 'নায়ক দেব' যুদ্ধ করে যাবে এই সিনেমাতে। এই মুভিতে দেখাবে ইসলামী জঙ্গিবাদ দমনে নায়ক দেব এসে হাজির হয়েছে। আর জঙ্গিদের সিম্বল হিসেবে কালিমা খচিত পতাকা ব্যবহার করা হয়েছে। এখানে সুস্পষ্টভাবে ইসলামকে ডিমোনাইজ করা হচ্ছে। ভিলেন বানিয়েছে ইসলামকে। যা  ইচ্ছাকৃত ইসলামবিদ্বেষ। ইসলাম কখনো জঙ্গিধর্ম নয়, একই সঙ্গে ধর্মের নামে শুধু ইসলামেই উগ্রতা আর জঙ্গিবাদ আছে এমন নয়, সব ধর্মেই আছে, তাহলে মুভিতে কেনো ইসলাম আর কালেমার পতাকারই শুধু ব্যবহার?’

প্রসঙ্গত, দেবের ইউটিউব চ্যানেল ‘দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্স’-এ মুক্তি পায় সিনেমাটি। এটি নির্মাণ হয় শাপলা মিডিয়ার ব্যানারে। 

এমআরএম