‘টাইগার ৩’ দেখানো হবে না কলকাতার দুই হলে, কারণ কী?
বক্স অফিসে ‘টাইগার ৩’ ছবিটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। কলকাতায় সালমান খান অভিনীত এই ছবির অগ্রিম টিকিট বুকিংও বেশ ভালো। কিন্তু জানা যাচ্ছে, কলকাতার নামি দুই হলে দেখানো হবে না ভাইজানের এই ছবি। তালিকায় উঠে এসেছে দক্ষিণ কলকাতার নবীনা এবং উত্তর কলকাতার স্টার থিয়েটারের নাম। কিন্তু কারণ কী?
সালমানের ছবি দেখানোর জন্য শহরের বেশিরভাগ প্রেক্ষাগৃহ রাজি। কিন্তু নবীনা এবং স্টারের ক্ষেত্রে কী সমস্যা হলো? এ বিষয়ে নবীনা সিনেমার কর্ণধার নবীন চৌখানি জানান, ‘আমার হলে তো পূজার ছবি চলছে। টাইগার সব শো দাবি করেছিল। আমি তাতে রাজি হইনি। কারণ শুক্রবার থেকে একটা হিন্দি এবং একটা ইংরেজি ছবি আমি চালাব।’
বিজ্ঞাপন
স্টারেও একই পরিস্থিতি। সেখানেও পুজার বাংলা ছবিই চলছে। প্রেক্ষাগৃহের মুখপাত্র জয়দীপ মুখোপাধ্যায় জানান, ‘আমি তো দুটো শো দিতে রাজি ছিলাম। কিন্তু ওরা তো রাজি হচ্ছে না। আমি বাংলা ছবি হল থেকে তুলব না। ওরা রাজি থাকলে তা হলে টাইগার চলবে।’
‘পাঠান এবং’ ‘টাইগার ৩’-এর প্রযোজক যশরাজ ফিল্মস। আসলে ‘পাঠান’র সময় থেকেই অভিযোগ উঠেছে, প্রযোজনা সংস্থা নাকি ‘নো শো পলিসি’ নিয়েছে। অর্থাৎ যে হলে ‘টাইগার ৩’ দেখানো হবে, সেখানে অন্য কোনো ছবি দেখানো যাবে না। কিন্তু তাতে রাজি নয় এই দুই হল কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
আগামী ১২ নভেম্বর দীপাবলির উৎসবে মুক্তি পাচ্ছে ওয়াইআরএফের স্পাই ইউনিভার্স তথা গুপ্তচর ব্রহ্মাণ্ডের অন্যতম ছবি ‘টাইগার ৩’। জনপ্রিয় ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। ছবিতে খলচরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা ইমরান হাশমিকে।
সূত্র : আনন্দবাজার
জেডএস