তিন মাস পর বিয়ের খবর দিলেন অভিনেত্রী
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল টিভি নাটকের পরিচিত মুখ নাজিরা মৌ বিয়ে করতে যাচ্ছেন। তবে শুভ কাজটি যে অভিনেত্রী তিন মাস আগেই সেরে ফেলেছিলেন তা জানা ছিল না তার ভক্তদের।
অভিনেত্রী নিজেই এবার বিয়ের বিষয়ে মুখ খুললেন। জানালেন, চলতি বছরের ২০ জানুয়ারি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় তার বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। বর মিজানুর মুরাদ রহমান যুক্তরাজ্য প্রবাসী। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
বিজ্ঞাপন
বিয়ে প্রসঙ্গে নাজিরা বলেন, ‘মিজানের সঙ্গে আমার পরিচয় এক কমন বন্ধুর মাধ্যমে। এর কিছুদিন পর সে আমাকে পছন্দের কথাটি জানায়। পরে হুট করেই পারিবারিকভাবে আমাদের বিয়ে হলো। বিয়ের পর অসুস্থ হয়ে পড়ায় খবরটি জানানোর সুযোগ হয়নি।’
বিজ্ঞাপন
অভিনেত্রী আরও জানান, গত মার্চের দ্বিতীয় সপ্তাহে দুবাইতে গিয়ে মধুচন্দ্রিমা সেরেছেন দুজন।
উল্লেখ্য, নাজিরা মৌ ২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হন। পরের বছরই একটি নাটক দিয়ে তার অভিনয়ে পথচলা শুরু। তবে এর পরের ৮ বছর শুধু র্যাম্প মডেলিং ও বিজ্ঞাপন নিয়ে ছিলেন তিনি। ২০১৫ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন তিনি। সিনেমায়ও অভিষেক হয়েছে তার। নিজের প্রথম সিনেমা ‘নন্দিনী’তে ওপার বাংলার নায়ক ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁধেন নাজিরা।
আরআইজে