সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। বিশেষ করে অভিনেত্রী মাঠে প্রবেশের পর থেকেই সবার দৃষ্টি তার দিকে। কারণ, একটি খবর এখন ভীষণভাবে চর্চায়। দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন আনুশকা। তাই ঢিলেঢালা পোশাক পরতে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে তাকে। অভিনেত্রীকে বিশ্বকাপ ফাইনালে অংশ নেওয়ার সময় নীল-সাদা রঙ্গের একটি প্রিন্টেড পোশাকে দেখা গেল। পোশাকটির দাম কত?
 
জানা যায়, আনুশকা যে পোশাকটি পরেছিলেন, তা লেবেল নিকোবরের। এটির দাম ৭ হাজার ২৫০ টাকা। ব্র্যান্ডের ওয়েবসাইটে পোশাকটির নানা বিবরণ দেওয়া রয়েছে। পোশাকটিতে পকেটও রয়েছে। অভিনেত্রীকে এমন সিম্পল ড্রেসে বেশ অন্যরকম দেখাচ্ছে।

আনুশকা শর্মা ১৫ নভেম্বর ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচেও একেবারে অন্যরকম একটি পোশাক পরে এসেছিলেন। সেই পোশাক ঘিরে একটি গুঞ্জনও তৈরি হয়েছিল। তিনি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বাই কালার কো-অর্ড সেটে ম্যাচটিতে অংশ নিয়েছিলেন।

তার বিশ্বকাপ ফাইনালের জন্য ন্যূনতম মেকআপ লুক এতটাই চমক তৈরি করেছে, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। আনুশকা শর্মা ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের খেলা দেখতে মুম্বাইয়ে ছিলেন। পুরো খেলাজুড়ে অভিনেত্রীকে দেখা গিয়েছে বিরাটের খেলায় প্রতিক্রিয়া জানাতে। এমনকি অভিনেত্রীর উড়ন্ত চুম্বনও নেটিজেনদের মন জয় করেছে।

তবে সেমি ফাইনাল ম্যাচে অভিনেত্রীর পরা পোশাকটি কেনা হয়েছিল ধ্রুব কাপুরের থেকে। ফুলের নকশা করা শার্টটির দাম ছিল ১৯ হাজার ৫০০ টাকা। ব্র্যান্ডের ওয়েবসাইটে বলা হয়েছে যে জামা-প্যান্ট অর্থাৎ কো-অর্ডটির দাম ছিল ২৭ হাজার ৫০০ টাকা। এ নিয়ে সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে নানা ধরনের ট্রোলড, এবং মন্তব্যও।

এদিন বিশ্বকাপের ফাইনালে আনুশকা ছাড়াও শাহরুখ খান, দীপিকা পাডুকোন এবং রণবীর সিংয়ের মতো বেশকিছু সেলিব্রিটিও ম্যাচটি দেখার জন্য আহমেদাবাদে এসেছেন। তবে সকলেই মুখিয়ে ম্যাচের ফলাফলের পাশাপাশি, নতুন কোনো সুখবর দেয় কিনা।

এমএ