প্রবাসীর বউ অপর্ণা ঘোষ
চ্যানেল আইতে ৩০ ডিসেম্বর ৩টা ০৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘প্রবাসীর বউ’। টেলিফিল্মটি রচনা করেছেন মানস পাল। পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। টেলিফিল্মটিতে প্রবাসীর বউ চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এছাড়া আরো অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শিরিন আলম, জীনব রায়, রেজমীল সেতু, শফিক খান দিলু।
টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, নুরু জমিজমা গুছিয়ে ও ধার দেনা করে বিদেশে পাড়ি জমায়। চোখে স্বপ্ন বিদেশে গিয়ে অল্প দিনেই অনেক অনেক টাকা রোজগার করে সবার সব দেনা শোধ করে পরিবারকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাবেন।
বিজ্ঞাপন
বিদেশে গিয়েই প্রথম ধাক্কাটা খায় সে। যাওয়ার আগে দালাল যে যে প্রতিশ্র“তি তাকে দিয়েছিল তার কোনো প্রতিশ্রুতি সে রক্ষা করে না। বিদেশে গিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হয় তাকে। যা রোজগার করে তা দিয়ে নিজের চলাই কষ্টকর হয় তার। এমনই ঘটনার মধ্যে এগিয়ে যায় টেলিফিল্মটির কাহিনী।
প্রসঙ্গত, অপর্ণা ঘোষ সম্প্রতি বিয়ে করেছেন। চট্টগ্রামে দীর্ঘদিনের বন্ধু সাতরাজিৎ দত্তর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে ক্যারিয়ার শুরু অপর্ণার। এরপর নিয়মিত নাটক ও বিজ্ঞাপনে ব্যস্ত হয়ে উঠেন। পাশাপাশি বড়পর্দাতেও নিয়মিত এই তারকা।
বিজ্ঞাপন