‘বিশেষ বন্ধু’কে হারাবেন প্রিয়াঙ্কার বোন?
প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া বলিউডের পরিচিত মুখ হলেও তাদের এক বোন মন্নরা চোপড়া এখনও জায়গা করে উঠতে পারেননি বলিপাড়ায়।
যদিও দক্ষিণী বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ তিনি। আপাতত ‘বিগ বস্ ১৭’-এর অন্যতম প্রতিযোগী মন্নরা। নিজের ব্যক্তিত্বের কারণেই এত দিন রিয়েলিটি শোয়ের খেলায় এগিয়ে থেকেছেন তিনি। তবে এর মধ্যেই সহ-প্রতিযোগী মুনাওয়ার ফারুকির সঙ্গে বিশেষ এক সম্পর্ক তৈরি হয়েছে মন্নরার। সেই সম্পর্ক নাকি এখন আর নেহাত বন্ধুত্বে সীমাবদ্ধ নেই, দাবি ‘বিগ বস্’-এর ঘরে অন্যান্য প্রতিযোগীর।
বিজ্ঞাপন
মুনাওয়ার ও মন্নরার রসায়ন চোখে পড়েছে দর্শকেরও। সোশ্যাল সাইটের পাতায় এরইমধ্যে ‘মুন্নরা’ নামে তাদের জুটিতে সিলমোহর দিয়েছেন অনুরাগীরা। তবে কি প্রিন্স নারুলা, কর্ণ কুন্দ্রর মতো সালমনা খানের রিয়েলিটি শোতেই প্রেম খুঁজে পাবেন প্রিয়াঙ্কার বোন?
নেটাগরিকদের উৎসাহ থাকলেও সেই পথে কাঁটা মুনাওয়ার নিজেই। ‘বিগ বস্’-এর ঘরের বাইরে প্রেমিকা আছে তার, এ কথা আগেই জানিয়েছেন বিতর্কিত কৌতুকশিল্পী। তার পরেও কি মন্নরার সঙ্গে ‘বিশেষ বন্ধুত্ব’-এর সম্পর্ক জিইয়ে রাখবেন তিনি?
বিজ্ঞাপন
সম্প্রতি এই বিষয়েই মন্নরার সঙ্গে তিনি কথা বলতে শুরু করলে বেশ অশান্তি হয় দু’জনের মধ্যে। মন্নরা মুনাওয়ারকে জানিয়ে দেন, কোনও সম্পর্কে আমি তৃতীয় ব্যক্তি হতে চাই না।
এ দিকে মন্নরার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ভাঙতে নারাজ মুনাওয়ার। প্রেমিকার হাতও ছাড়বেন না তিনি। তবে কী পরিণতি তাদের সমীকরণের?
এনএফ