বলিউডে নিজের অবস্থান শক্ত করতে চাইছেন রাশমিকা মান্দানা। বলিউডে প্রথম দুটি সিনেমা ব্যর্থ হলেও আশা দেখাচ্ছে ‘অ্যানিমাল।’ 

তবে আশা দেখালেও রাশমিকার মুখে সংলাপ শুনে হাসাহাসি থেকে কটাক্ষ শুরু হয়েছে নেটপাড়ায়। রাশমিকা ও রণবীর একটি দৃশ্যে কী যে বলছেন, কিছুই নাকি বোঝা যাচ্ছে না। অভিনেত্রীকে অনেকেই এই দৃশ্যে ‘গোলমাল’ সিনেমার তুষার কাপুরের সঙ্গে তুলনা করেছেন। 

‘অ্যানিম্যাল’ সিনেমার যে প্রচার ঝলক প্রকাশ্যে এসেছে তাতেই দেখা যাচ্ছে বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন রাশমিকা-রণবীর। কিন্তু বাগ্‌যুদ্ধে কথা জড়িয়ে গেল অভিনেত্রীর। রীতিমতো সমাজমাধ্যমে ভাইরাল এই দৃশ্য। 

কেউ লিখেছেন,  দক্ষিণী অভিনেত্রী হিন্দি বললে এমনটাই হয়। 

আরও একজনের মতে, অভিনয়টা একেবারেই পারেন না রাশমিকা। যদিও এ  প্রসঙ্গে কোনো মন্তব্য করতে যাননি অভিনেত্রী। বরং আগামী কয়েক দিনে জোরদার ‘অ্যানিম্যাল’–এর প্রচার চলবে, সেই আভাস দিয়েছেন সমাজমাধ্যমের পাতায়।

এনএফ