‘গ্রীন পাসপোর্ট’ নিয়ে আসছেন ইভান মনোয়ার
বিটিভির ‘ছোট ছবি, বড় স্বপ্ন’ প্রজেক্টে নির্মাতা ইভান মনোয়ার তৈরি করছেন ‘গ্রীন পাসপোর্ট’। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আটকে পড়া পাকিস্তানীদের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
সম্প্রতি ইভান মনোয়ার ইউরোপিয়ান ফিল্ম ফেস্ট এ বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। একইসঙ্গে শাওমি ইমাজেরি অ্যাওয়ার্ড- ২০২৩ এর জন্য মনোনীত হয়েছেন তিনি। এই নির্মাতার ‘প্যাসেঞ্জার’ ছবিটি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্ট ২০২৪- এ দেখানো হবে।
বিজ্ঞাপন
এছাড়াও ‘born to play’ নামে একটি ছবি বানাচ্ছেন ইভান মনোয়ার। যা চায়নাতে গ্লোবালি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন এই নির্মাতা।
তিনি বলেন, ‘প্রতিদিন খুব ব্যস্ত সময় পার করতে হচ্ছে। ‘ছোট ছবি, বড় স্বপ্ন’ প্রজেক্ট এর ছবি ‘গ্রীন পাসপোর্ট’ এর লোকেশন রেকি ও চিত্রনাট্য লেখার কাজ চলছে। গল্পটা মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে আটকে পড়া প্রতিটি মানুষের গল্প। তাদের আবেগ-অনুভূতির, অস্তিত্ব, স্বপ্নের গল্প। যে গল্পের আমরাও একটি চরিত্র। এই গল্পগুলোই দর্শকদের কাছে ভিন্নভাবে তুলে ধরতে চাই।’
বিজ্ঞাপন
ইভান মনোয়ার বলেন, আমাদের দেশে বিটিভির মতো প্রতিষ্ঠান যখন ছোট ছবি বানানোর উদ্যোগ গ্রহণ করে তখন সাধুবাদ জানাতেই হয়। ‘ছোট ছবি, বড় স্বপ্ন’ প্রজেক্টে মেন্টর হিসেবে রয়েছেন স্বনামধন্য নির্মাতা নুরুল আলম আতিক ও অভিনেতা মনোজ প্রামাণিক। আশা করছি, দর্শকরা খুব শিগগিরই ভালো কিছু কাজ পর্দায় দেখতে পাবে।
এনএইচ