নতুন সিনেমায় মাফিয়াদের মুখোমুখি বনি, আর থাকছেন কে কে?
মাফিয়াদের কর্মকাণ্ডের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘অ্যান্টনি’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বনি সেনগুপ্ত। টলিপাড়ার আরও অনেকে থাকছেন এই সিনেমায়।
এ সিনেমার বিষয়ে পরিচালক দ্বৈপায়ন বললেন, মাফিয়াদের নিয়ে সিনেমা হলেও সেখানে প্রেম রয়েছে। এতে বনি ক্রাইম ব্রাঞ্চের প্রধানের চরিত্রে অভিনয় করছেন।
বিজ্ঞাপন
গত বছর দর্শক ‘শিবপুর’ দেখেছেন। নতুন বছরে দেব ‘খাদান’-এর ঘোষণা করেছেন। সে দু’টি সিনেমাও মাফিয়া জগৎ নিয়েই। কিন্তু দ্বৈপায়নের দাবি, তার সিনেমা অন্য রকমের।
তিনি বলেন, মাফিয়াদের কার্যকলাপের মধ্যে মিল থাকতেই পারে। কিন্তু আমি কোনো বাস্তব ঘটনা অবলম্বনে চিত্রনাট্য লিখিনি। বরং বলা যেতে পারে, এই সিনেমার ব্যাপারে আমাকে মার্লন ব্র্যান্ডোর ‘গডফাদার’ সিনেমা অনুপ্রেরণা জুগিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ সিনেমায় বনির বিপরীতে থাকছেন নবাগতা অভিনেত্রী শুভাঙ্কি ধর। অভিনেত্রী এর আগে বেশ কিছু সিরিয়ালে অভিনয় করলেও বড় পর্দায় এই প্রথম পা রাখতে চলেছেন। এ ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন দেবলীনা কুমার, পিয়া সেনগুপ্ত। অন্য দু’টি চরিত্র নিয়ে রজতাভ দত্ত এবং গৌরব চক্রবর্তীর সঙ্গে পরিচালকের কথাবার্তা চলছে।
এনএফ