‘মহাভারত’ ধারাবাহিকে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান নীতীশ ভরদ্বাজ। সম্প্রতি প্রাক্তন স্ত্রীর নামে মানসিক হেনস্থার অভিযোগ আনলেন এ অভিনেতা। দীর্ঘ দিন ধরে আমলা স্ত্রী নাকি নানাভাবে তাকে হেনস্থা করছেন। এমনকি দেখা করতে দিচ্ছেন না তার সন্তানদের সঙ্গে।

প্রাক্তন স্ত্রী স্মিতার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। তার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা অভিযোগপত্রটি পেয়েছি। তদন্তও শুরু করেছে।

নীতীশ ও স্মিতার বিবাহবিচ্ছেদ হয় ২০১৯ সালে। ২০২২ সালে আইনত বিচ্ছিন্ন হন তারা। 

বিচ্ছেদের পর নীতীশ বলেন, ‘আমি বিয়ে নামক প্রতিষ্ঠানকে পুরোপুরি সমর্থন করি। কিন্তু আমি হতভাগ্য। আমার বিয়ে টিকল না। বিয়ে ভাঙার বহু কারণ থাকতে পারে। কিন্তু এই ভাঙনে সন্তানরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়।’ এটি ছিল নীতীশের দ্বিতীয় বিয়ে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুই কন্যাসন্তান থাকেন মায়ের কাছে।

কৃষ্ণের ভূমিকায় অভিনয় করা ছাড়াও নীতীশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি ওয়েব সিরিজে তার গুরুর চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও ‘মহেঞ্জো দড়ো’আর ‘কেদারনাথ’র মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে।

এমএ