২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে উঠে এসেছিলেন নাসরিন আক্তার বিউটি। মূলত লোক গানই করেন। লালনের গানকে চমৎকারভাবে উপস্থাপনের জন্য ‘লালনকন্যা’ উপাধিও পেয়েছিলেন তিনি।

লোক গান গেয়ে জনপ্রিয় বিউটি এবার গাইলেন একটি আধুনিক গান। ‘এক বিকেলে’ শিরোনামের গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীতায়োজন করেছেন ক্লোজআপ ওয়ানেরই আরেক শিল্পী মুহিন খান। শিগগিরই রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেল গানটি প্রকাশ করা হবে।

গানটির শুরুর কয়েকটি লাইন-‘এক বিকেলে আমি দিয়েছি তোমায়/বুকের ভেতর আমার ছিল যে হৃদয়/দিয়ে তোমায় হৃদয় মন/ভাসছি বসে সারাক্ষণ/মনের বিনিময়ে তুমি কী দিলে আমায়?’  

বিউটি বলেন, ‘লোক গানের জন্য সবাই চিনলেও আমি আধুনিক গানও গাইতে পছন্দ করি। গান গাওয়ার পাশাপাশি মুহিন ভাই এখন সুরকার হিসেবেও কাজ করছে। তার সুরে এই আধুনিক গানটি গাইতে পেয়ে খুব ভালো লাগছে। তিনি খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করি আমার শ্রোতারা পছন্দ করবেন।’

মুহিন বলেন, ‘গানটিতে বিউটির গায়কীতে আমি মুগ্ধ। এমন একটি গান করতে পেরে নিজেই কাছেই ভালো লাগছে। আশা করি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, নিজের নামে ইউটিউব চ্যানেল আছেন বিউটির। অনেক দিন ধরে সেই চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। বিউটি নিজের মৌলিক গানের পাশাপাশি গাইতে বেশি ভালোবাসেন দেশীয় ঐতিহ্যে ভরা ফোক, লালন, শাহ আবদুল করিম, হাছন রাজা, রাধা রমণ প্রমুখের গান।

আরআইজে